চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-১৫: মে দিবসের অবকাশে চীনজুড়ে বর্ণাঢ্য আয়োজন
২. চীনের চিত্রকলা:
ফান ইয়াং: চীনের খ্যাতিমান ল্যান্ডস্কেপ চিত্রশিল্পী
চীনের খ্যাতিমান ল্যান্ডস্কেপ চিত্রশিল্পী ফান ইয়াংয়ের জন্ম ১৯৫৫ সালে হংকংয়ে। বেড়ে ওঠেন পূর্বচীনের চিয়াংসু প্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্যসমৃদ্ধ নানতং শহরে। তাদের পরিবারে জন্মেছিলেন অনেক খ্যাতিমান কবি, ক্যালিগ্রাফার এবং চিত্রশিল্পী। কাজেই চীনের ঐতিহ্যিক সংস্কৃতি ও চিত্রকলার প্রতি ভালোবাসাটা ফান ইয়াং পেয়েছিলেন জন্মগতভাবে পরিবার থেকে।
‘কবি এবং শিল্পী পরিবারে আমার জন্ম। আমাদের পরিবার অনেক কবি, লেখক ও শিল্পীর জন্ম দিয়েছে। কাজেই একটি সাংস্কৃতিক পরিমণ্ডলের আমি বড় হয়েছি। নানতংয়ে আপনারা আমাদের পুরনো বাড়ি বেড়াতে যেতে পারেন। মিং ডাইনেস্টির সময়কালে তৈরি ওটা। দেখবেন বাড়ি বিশাল গেটে লেখা রয়েছে ‘চিনসিদি’ বা স্কলারস রেসিডেন্ট। আমার পূর্বপুরুষদের একজন চিনসি ছিলেন- অর্থাৎ রাজদরবারে নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন’।
একেবারে ছোটবেলা থেকেই চাচা খ্যাতিমান চিত্রশিল্পী ফান চেংয়ের উৎসাহে চিত্রকলার প্রতি আগ্রহী হন ফান ইয়াং।