চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-১৫: মে দিবসের অবকাশে চীনজুড়ে বর্ণাঢ্য আয়োজন
আয়োজনে, উৎসব-মুখরতায় মে দিবসের ছুটি কাটিয়েছেন চীনের মানুষ। ২৯ এপ্রিল শুরু হওয়া ৫ দিনের ছুটি শেষ হয়েছে বুধবার।
মে দিবস উদযাপনে রাজধানী বেইজিংসহ শহরগুলো সাজে উৎসবের সাজে। আলোকসজ্জা, আতশবাজি, আর বর্ণাঢ্য লাইট শো বর্ণবিভা ছড়ায় শহরগুলোর রাতের আকাশে।
ছুটি কাটাতে শহর ছেড়ে অনেকে চলে যান পল্লী-প্রকৃতির কাছাকাছি। সর্বত্রই ছিল ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির পরিবেশনাসহ নানান সাংস্কৃতিক আয়োজন। আর এত সব আয়োজনে চাঙ্গা হয়ে ওঠে চীনের পর্যটন শিল্প।
মে দিবসের ৫ দিনের ছুটিতে পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের হুয়াইয়ান সিটির রাতের আকাশ ঝলমল করে বর্ণাঢ্য আতশবাজির ঝলকানিতে।
ড্রোনের মাধ্যমে মে দিবসের নানা শুভেচ্ছা-জ্ঞাপক ফর্ম- হ্যাপি লেবার ডে হলিডে, স্যালুট টু ওয়ার্কাস- প্রভৃতি চমকিত করে এখানকার বাসিন্দা ও পর্যটকদের।
একজন পর্যটক জানালেন তার উচ্ছ্বাসের কথা:
‘আকাশের বুকে ড্রোন শোটা সত্যি দেখবার মতো ছিল। প্রতিটি আয়োজন দুর্দান্ত। আতশবাজির অগণন বিচ্ছুরণ সত্যিই উপভোগ্য ছিল’।
উৎসব-আয়োজনে স্থানীয় খাবারের দোকানগুলো খদ্দের সামলাতে রীতিমতো হিমশিম খায়।