চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাপ্তাহিক আয়োজন: বিজ্ঞানবিশ্ব
পসিরংখ্যান বলছে , দেশটি মৌলিক গবেষণায় ব্যয় করেছে প্রায় ১৯৫ দশমিক ১ বিলিয়ন ইউয়ান । যা বছরে বেড়ে দায়িয়েছে ৭ দশমিক ৪ শতাংশ। চলতি বছরও গবেষণা ও উন্নয়ন ব্যয় বাড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে বলে আশাবাদী জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রধান পরিসংখ্যানবিদ লি ইয়িন ।
তিনি আরো বলেন, "অনেক প্রতিকূল অবস্থা থাকা সত্ত্বেও, চীনের গবেষণা ও উন্নয়ন ব্যয় ক্রমাগত বৃদ্ধি পেয়েছে এবং দেশের উদ্ভাবনী উন্নয়নে যোগ করেছে শক্তিশালী জীবনীশক্তি। উল্লেখযোগ্যভাবে, চীন মৌলিক গবেষণায় বিনিয়োগ করছে সবচেয়ে বেশি।“
জানা যায়, গত বছর প্রথম ত্রৈমাসিকে, চীনের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি প্রস্তুতকারক অ্যাম্পেরেক্স টেকনোলজি কো লিমিটেড, গবেষণা ও উন্নয়নে দশ দশমিক ৫৮ বিলিয়ন ইউয়ান ব্যয় করেছে।
চীনের ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১-২৫) অনুসারে, দেশটি আরও প্রযুক্তিগত অগ্রগতি অর্জনে এ সময়ের মধ্যে আর এন্ড ডিতে বার্ষিকন৭ শতাংশের বেশি ব্যয় বাড়াবে।
চীনের এই ধরনের বৃদ্ধির লক্ষ্যমাত্রা দেশটিকে গবেষণা ও উন্নয়নে বিশ্বের বৃহত্তম ব্যয়কারী হওয়ার পথে নিয়ে যাবেন বলেন জানান সংশ্লিষ্টরা।
প্রতিবেদন: আব্দুল্লাহ আল মামুন , আফরিন মিম
সম্পাদনা: সাজিদ রাজু