চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাপ্তাহিক আয়োজন: বিজ্ঞানবিশ্ব
কমিশনের একজন কর্মকর্তা, উ চুনপিং বলেন যে সাংহাই-ই চীনের প্রথম শহর যেটি রোবট ডেনসিটি পরিসংখ্যান অন্তর্ভুক্ত করেছে। সাংহাইয়ের মূল শিল্পকারখানা গুলোতে বর্তমানে রোবট ডেনসিটি ৩৮৩ এবং প্রধান এন্টারপ্রাইজগুলোতে রোবট ডেনসিটি ২৬০- যা বিশ্বব্যাপী গড় হিসাবের দ্বিগুণ।
গবেষণা ও উন্নয়ন খাতে ব্যয় বাড়িয়েছে চীন
অর্থনৈতিক শক্তির পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিতেও দ্রুত এগিয়ে যাচ্ছে চীন। আর বৈজ্ঞানিক গবেষণার ফল এবং ‘উচ্চ তাৎপর্যময় গবেষণার দিক থেকে বিশ্বে একচেটিয়া অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রকেও টপকে গিয়েছে দেশটি। চীন সরকার বরাবরই গবেষণা ও উন্নয়নকে দিয়েছে আলাদা গুরুত্ব। তাই এই খাতে ব্যয়ও করেছে বেশি। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো বলছে ২০২২ সালে শুধু গবেষণা ও উন্নয়নে চীন ব্যয় করেছে তিন দশমিক ০৯ ট্রিলিয়ন। অন্যদিকে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট-ও ইসিডি অর্থনীতির মধ্যে গবেষণা ও উন্নয়ন ব্যয়ের গড়ের দিক থেকে চীন রয়েছে বিশ্বে ১২তম অবস্থানে।
বিশ্বে গবেষণা ও উন্নয়নে বরাবরই এগিয়ে চীন। দেশটি ২০২২ সালে শুধু গবেষণা ও উন্নয়নে ব্যয় করেছে তিন দশমিক ০৯ ট্রিলিয়ন ইউয়ান। যা বছরে দশ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর এই অগ্রগতি দেশটির উদ্ভাবনের ক্ষমতা বাড়ানোর প্রচেষ্টাকে করেছে তরান্বিত।
সম্প্রতি জাতীয় পরিসংখ্যান ব্যুরোর দেওয়া প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। পরিসংখ্যান বলছে, চীনের গবেষণা ও উন্নয়ন ব্যয় গত বছরের জিডিপির দুই দশমিক ৫৫ শতাংশ, যা আগের বছরের তুলনায় শুন্য দশমিক ১২ শতাংশ পয়েন্ট বেশি।
অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট-ও ইসিডি অর্থনীতির মধ্যে গবেষণা ও উন্নয়ন ব্যয়ের গড় ২.৬৭ শতাংশের কাছাকাছি। এটি ফ্রান্সের ২.৩৫ শতাংশ এবং নেদারল্যান্ডসের ২.৩২ শতাংশের চেয়ে বেশি এবং বিশ্বে এ ক্ষেত্রে চীন ১২তম স্থানে রয়েছে।