বাংলা

চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাপ্তাহিক আয়োজন: বিজ্ঞানবিশ্ব

CMGPublished: 2023-01-23 17:04:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দ্বিতীয় পর্বে যা থাকছে:

আধুনিক পৃথিবী বিজ্ঞান ও প্রযুক্তির। বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে পৃথিবী আজ হাতের মুঠোয়। জীবনকে আরো সহজ ও সুন্দর করতে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বিশ্বের তাবত বিজ্ঞানীরা। জ্ঞান বিজ্ঞানের নিত্য-নতুন নানা খবর নিয়ে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজ্ঞানবিশ্ব’।

অসাধারণ ডিজাইন নিয়ে বাংলাদেশে চলে এলো ভিভো ওয়াই১৬

সাধ্যের মধ্যে অসাধারণ ডিজাইন নিয়ে বাংলাদেশে চলে এলো চীনা বহুজাতিক প্রযুক্তি সংস্থা-ভিভো মোবাইলের ভিভো ওয়াই সিক্সটিন। মিড বাজেট রেঞ্জের মধ্যে বেশ আকর্ষণীয় দেখতে এই ফোন সম্পর্কে বিস্তারিত জানাবো আজ।

ভিভোর এন্ট্রি-মিড বাজেটের ফোনগুলো বিক্রি হবার মূলে আছে আকর্ষণীয় ডিজাইন। ভিভো ওয়াই সিক্সটিনের ডিজাইনও বেশ আকর্ষণীয়। ট্রেন্ডি ডিজাইনের ফোনটির ব্যাকে ক্যামেরা স্থান পেয়েছে, ফোনের ফ্রন্টে রয়েছে নচ ডিসপ্লে।

ভিভো ওয়াই সিক্সটিন ফোনটিতে আছে ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ। মিডিয়াটেক এর হেলিও পি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ফোনে। আপনি যদি হেভি ইউজার না হয়ে থাকেন তাহলে এই ফোনটি স্বাচ্ছ্যন্দে ব্যবহার করতে পারবেন।

ভিভো ওয়াই সিক্সটিন ফোনটিতে ৬.৫১ইঞ্চি এইচডি+ রেজ্যুলেশনের আইপিএস ডিসপ্লে রয়েছে। ফোনটির আকর্ষণীয় নচ ডিসপ্লে ইতিমধ্যেই নজর কেরেছে ক্রেতাদের।

ভিভো ওয়াই সিক্সটিন ফোনটিতে ১৩মেগাপিক্সেল এর মেইন ক্যামেরার পাশাপাশি ২মেগাপিক্সেল এর একটি হেল্পিং সেন্সর রয়েছে।

ফোনটির সামনে রয়েছে ৫মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা। ক্যামেরাতে পাবেন প্যানারোমা, ফেস বিউটি, ফটো, ভিডিও, লাইভ ফটো, টাইম ল্যাপস, প্রো মোড, ডকুমেন্টস স্ক্যানার- এর মত আরো অগণিত ফিচার!

৫০০০মিলিএম্পিয়ার এর ব্যাটারি রয়েছে ভিভো ওয়াই সিক্সটিন ফোনটিতে। ফোনটির সাথে পাবেন ১০ ওয়াটের একটি চার্জার। এই চার্জার দিয়ে ফোনটি ফুল চার্জ করতে অন্তত তিন ঘন্টা সময় লাগবে। ফোনটিতে আরো থাকছে ডুয়াল সিমের সুবিধা ও ফিংগারপ্রিন্ট সেন্সর।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn