চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাপ্তাহিক আয়োজন: বিজ্ঞানবিশ্ব
২০২২ এর প্রথম দিকে কোবাল্ট, লিথিয়াম এবং নিকেলের দাম বেড়ে যাওয়ায় বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির দাম প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছিলো।
চীনের বাইরে উইন্ড টারবাইন তৈরি করাও ব্যয়বহুল হয়ে উঠেছে, একই দশা সোলার প্যানেলের ক্ষেত্রেও।
আইইএ-এর এক্সেকিউটিভ ডিরেক্টর ফাতিহ বিরোল সকল দেশকে সাপ্লাই চেইনে বৈচিত্র্য আনার আহবান জানান।
তিনি বলেন, “আমরা রাশিয়ার গ্যাসের ওপর ইউরোপের নির্ভরশীলতা দেখেছি। শুধু একটি কোম্পানী, দেশ ও বাণিজ্যপথে বেশি ভরসা করলে কোনো ব্যাঘাত ঘটলেই ভারী মূল্য পরিশোধ করতে হয়।“
পাশাপাশি, বিরোল আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের ওপরও জোর দেন। তিনি বলেন যেহেতু কোনো দেশই জ্বালানিদ্বীপ না, ফলে একসাথে কাজ না করলে জ্বালানি স্থানান্তর আরো ব্যয়বহুল ও ধীর হয়ে পড়বে।
সাংহাইয়ে ২০২৫ সালের মাঝে রোবটিকসে যুগান্তকারী অগ্রগতির পূর্বাভাস
২০২৫ সালের মাঝে রোবটিকসে যুগান্তকারী অগ্রগতি হবে সাংহাইয়ে। অতি দ্রুতই বাড়বে রোবটের সংখ্যা এবং রোবট ডেনসিটি।
প্রতি ১০,০০০ মানবকর্মীর বিপরীতে যে পরিমাণ রোবট থাকে তাকে বলা হয় রোবট ডেনসিটি। স্থানীয় কর্তৃপক্ষ গত মঙ্গলবার বলেছে, সাংহাইয়ে আগামী ৩ বছরের মাঝে ১০০ রোবট ডেনসিটি বৃদ্ধি পাবে।
রোবট ডেনসিটি আধুনিক উৎপাদনের মান নির্ণয়ের মূল সূচক। ২০২৫ সালের মাঝে, মেট্রোপলিস মোট ২০টি সিটি-লেভেল লিডিং আধুনিক কারখানা ও ২০০
সিটি লেভেলে আধুনিক কারখানা তৈরি করবে, বলেছে সাংহাই মিউনিসিপাল কমিশন অব ইকোনোমি এন্ড ইনফরমেশন।
সাংহাই তার উৎপাদন শিল্পের ডিজিটাল রূপান্তরকে তুলে ধরছে। সাংহাইয়ে ২০২২ এ রোবটশিল্পখাতের বার্ষিক প্রোডাকশন আশা করা হচ্ছে ৭৫ হাজার ইউনিট যা কিনা চীনে সর্বোচ্চ।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, আগামী কয়েক বছরে রোবটশিল্প খাতকে নেতৃত্ব দেওয়ার মতো ১০টি রোবট ব্র্যান্ড তৈরি করবে সাংহাই এবং প্রায় ১০০ টি রোবট প্রদর্শনীর আয়োজন করবে। রোবটশিল্পখাতকে ১০০ বিলিয়ন ইউয়ানে পৌছানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।