বাংলা

মানুষ ও প্রকৃতি ৭

CMGPublished: 2024-07-28 16:29:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১৯৮১ সালে, বিশেষজ্ঞরা চীনের শায়ানসি প্রদেশের হানচোংয়ে সাতটি বন্য ক্রেস্টেড আইবিস খুঁজে পান। এই সাতটি বন্য ক্রেস্টেড আইবিস থেকে কৃত্রিম উপায়ে প্রজনন করে তাদের সংখ্যা বাড়ানো হতে থাকে।

৪০ বছরেরও বেশি সময় ধরে সংরক্ষণ এবং প্রজনন প্রচেষ্টার পর বর্তমানে বিশ্বে ক্রেস্টেড আইবিসের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শায়ানসি প্রদেশেই আছে ৭ হাজার সাতশ ক্রেস্টেড আইবিস পাখি।

প্রতিবেদন: শান্তা মারিয়া

সম্পাদনা: ফয়সল আবদুল্রাহ

সুপ্রিয় শ্রোতা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা। আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি। গ্রামে কিংবা শহরে যেখানেই আমরা থাকি না কেন, আমাদের আশপাশের জীবজন্তু ও পাখিদের রক্ষায় ভূমিকা পালন করি। ঘরের অনেক ফেলে দেয়া খাবার দিয়েও পশুপাখির প্রতি সদয় ব্যবহার করা সম্ভব। পথের বিড়াল কুকুর, ব্যালকনিতে উড়ে আসা পাখিদের খাবার দিয়ে তাদের বেঁচে থাকতে সাহায্য করতে পারি। আর নতুন বৃক্ষ রোপণ করি। আমাদের মায়ের মতো পরিবেশকে রক্ষা করি। এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আগামি সপ্তাহে আবার কথা হবে। চাই চিয়েন।

সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া

অডিও পরিকল্পনা ও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ

首页上一页...2345 5

Share this story on

Messenger Pinterest LinkedIn