মানুষ ও প্রকৃতি ৭
কী রয়েছে এ পর্বে
১. অরণ্যে ফিরে গেল জায়ান্ট পান্ডা
২. ক্রেস্টেড আইবিস পাখির জন্য প্রথম সংরক্ষণ গবেষণা কেন্দ্র
নিবিড় সবুজ অরণ্য। পাখির ডানা মেলার শব্দ। নীল আকাশ। দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই ।পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য।
সুপ্রিয় শ্রোতা মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীনসহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো।
অরণ্যে ফিরে গেল জায়ান্ট পান্ডা
দেখলেই মনে হয় কোনো সফট টয়েজ। আদুরে আদুরে ভাব। চলাফেরায় আলস্য। চীনের সবচেয়ে পরিচিত প্রাণী জায়ান্ট পান্ডা। একটি জায়ান্ট পান্ডা ফিরে যাচ্ছে অরণ্যে। সেকি বাঁচতে পারবে বুনো পরিবেশে? কেন তাকে ছেড়ে দেয়া হচ্ছে অরণ্যে? চলুন শোনা যাক সেই গল্প।
সিছুয়ান প্রদেশের অরণ্য। এই অরণ্যে পান্ডার পোশাক পরা দুজন কর্মী নিয়ে এসেছেন জায়ান্ট পান্ডা সিয়ান সিয়ানকে। ওকে ছোটবেলা থেকে লালন পালন করেছেন মু শিচিয়ে।
সিয়ান সিয়ানকে ছেড়ে দেয়া হলো অরণ্যের গভীরে। সে করুণ চোখে চেয়ে আছে তার পালক পিতা মু শিচিয়ের দিকে।
মু শিচিয়ে চিন্তিত। সিয়ান সিয়ান তো কখনও একা জঙ্গলে থাকেনি। একা একা জঙ্গলের বৈরী পরিবেশে কিভাবে টিকে থাকবে ও?