বাংলা

মানুষ ও প্রকৃতি ৭

CMGPublished: 2024-07-28 16:29:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্যেরা বনে সুন্দর এই কথাকে অনুসরণ করে তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে প্রকৃতির কোলে।

বর্তমানে সারা বিশ্ব জলবায়ু পরিবর্তনের নানা রকম চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, যার প্রভাব আগামীর দিনগুলোতে আরও বাড়তে পারে।

একটি বসবাসযোগ্য ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমাদের অনুষ্ঠান মানুষ ও প্রকৃতি। অনুষ্ঠানের এ পর্যায়ে শুনবো প্রকৃতি সংবাদ

প্রকৃতি সংবাদ

ক্রেস্টেড আইবিস পাখির জন্য প্রথম সংরক্ষণ গবেষণা কেন্দ্র

পূর্ব এশিয়ার লোকজ সংস্কৃতিতে ক্রেস্টেড আইবিসের রয়েছে অনন্য অবস্থান। একে বলা হয় ওরিয়েন্টাল জেম বা প্রাচ্যের রত্ন। চীন, জাপান, কোরিয়া ও সোভিয়েত ইউনিয়নে এক সময় এই পাখি দেখা যেত। তবে ১৯৬৩ সালে সোভিয়েত ইউনিয়ন, ১৯৭৫ সালে কোরিয়া উপদ্বীপ এবং আশির দশকে জাপান থেকে বিলুপ্ত হয়ে যায়। এখন শুধুমাত্র চীনে এই পাখি বন্য অবস্থায় টিকে আছে। এই পাখির জন্য প্রথম সংরক্ষণ গবেষণা কেন্দ্র স্থাপিত হচ্ছে শায়ানসিতে।

বিপন্ন প্রজাতির পাখি ক্রেস্টেড আইবিসের জন্য প্রথম সংরক্ষণ গবেষণা কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে চীন। শায়ানসি প্রদেশের দক্ষিণ পশ্চিমে হানচোং শহরে এই সংরক্ষণ গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে।

কেন্দ্রটি যৌথভাবে স্থাপন করবে ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এবং শায়ানসি প্রদেশের সরকার। এই কেন্দ্রে ক্রেস্টেড আইবিস পাখি বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা, উদ্ধার, প্রজননসহ বিভিন্ন দিকে কাজ করা হবে।

সেপ্টেম্বরে কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হবে।

ক্রেস্টড আইবিস পাখি চীনের প্রথম শ্রেণীর বন্যপ্রাণী রাষ্টী্রয় সুরক্ষার অধীনে রয়েছে। একসময় পূর্ব এশিয়ায় এই পাখির ব্যাপক বিচরণ ছিল। চীনের সংস্কৃতিতেও ক্রেস্টেড আইবিস পাখির অনেক প্রভাব রয়েছে।

যাইহোক, ২০ শতকের পর থেকে, কোরিয়ান উপদ্বীপে এবং জাপানে বন্য ক্রেস্টেড আইবিস বিলুপ্ত হতে শুরু করে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn