মানুষ ও প্রকৃতি ৭
তবে ভাবনার কিছু নেই। সুরক্ষিত পরিবেশে ওর জন্ম হলেও তাকে কিন্তু জঙ্গলে নিজে নিজে টিকে থাকার শিক্ষা দেয়া হয়েছে। সিছুয়ানের উলং ন্যাশনাল পার্কের হ্যথাওফিং পান্ডা বেইসে। থিয়ানথাই পাহাড়ের অরণ্যে জায়ান্ট পান্ডার প্রাকৃতিক বাসস্থান। সেখানে যেন বন্য পরিবেশ পান্ডা টিকে থাকতে পারে সেই প্রশিক্ষণ দেয়া হয়।
বিশ্বের বিরল প্রজাতির প্রাণীদের অন্যতম জায়ান্ট পান্ডাকে রক্ষা করার জন্য চীন সরকারের প্রচেষ্টার শেষ নেই। পান্ডাদের প্রজনন ও গবেষণার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। সিছুয়ান প্রদেশের ছেংতু সিটিতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় এবং বিখ্যাত পান্ডা গবেষণা ও প্রজনন কেন্দ্র। সিছুয়ানে রয়েছে জায়ান্ট পান্ডা ন্যাশনাল পার্ক।
সফলভাবে পান্ডার প্রজনন ও সংখ্যা বৃদ্ধির ফলে পান্ডা এখন আর এনডেনজারড প্রজাতি নয়। তাদেরকে ভালনারেবল প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।