মানুষ ও প্রকৃতি ৭
পান্ডার সংখ্যা বৃদ্ধি শুধু নয় বন্য প্রাকৃতিক পরিবেশে পান্ডাকে ফিরিয়ে দেয়ার কাজও চলছে।
২০০৩ সালে চায়না কনজারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ফর জায়ান্ট পান্ডা সিসি আর সি জি পি রিইন্ট্রোডাকশন প্রোগ্রাম শুরু করে। এই প্রকল্পের অধীনে পান্ডাকে বন্য পরিবেশে ফিরিয়ে দেয়া হয়। এখন পর্যন্ত ১১টি পান্ডাকে বন্য পরিবেশে ফিরিয়ে দেয়া হয়েছে। এদের মধ্যে নয়টি পান্ডা বন্য পরিবেশে টিকে থাকতে সক্ষম হয়েছে।
জায়ান্ট পান্ডাকে অরণ্যে ফিরিয়ে দেয়ার কয়েকটি ধাপ রয়েছে। প্রথমে তাদের সুরক্ষিতভাবে বনে কিছুদিন রেখে বনের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার প্রশিক্ষণ দেয়া হয়। তারপর সুরক্ষা ব্যবস্থা তুলে নেয়া হয়। তবে তাদের ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়।
জায়ান্ট পান্ডা বন্য প্রাণী সুরক্ষা তালিকায় প্রথম শ্রেণীতে রয়েছে। ২০২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বন্য অবস্থায় পান্ডার সংখ্যা এক হাজার ৯শর বেশি। যেখানে ১৯৮০ সালে এই সংখ্যা ছিল মাত্র ১১শ। পান্ডাসহ সকলপ্রকার জীববৈচিত্র্য সংরক্ষণে চীনের ভূমিকা ও কার্যক্রম বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে।