বাংলা

দেহঘড়ি পর্ব-৫৮

CMGPublished: 2024-02-18 21:41:11
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ব্যতিক্রমী চিকিৎসাসেবা প্রদানের জন্য এ হাসপাতালে রয়েছে নিবেদিত উচ্চ যোগ্যতাসম্পন্ন স্বাস্থ্যসেবা পেশাদারদের একটি বহু-মাত্রিক দল। দেশের মেডিকেল বোর্ড-স্বীকৃত চিকিৎসক ও সার্জন থেকে শুরু করে দক্ষ নার্স, টেকনিশিয়ান, সহায়তা কর্মী – হাসপাতালের কর্মীদলের প্রতিটি সদস্য রোগীর নিরাপত্তা, আরাম ও সন্তুষ্টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শ্রেষ্ঠত্ব ও ক্রমাগত পেশাগত বিকাশের প্রতিশ্রুতি নিয়ে এ হাসপাতালের কর্মীরা ক্লিনিকাল কেয়ার ও রোগীর পরিষেবার সর্বোচ্চ মান বজায় রাখার চেষ্টা করে চলেছে।

#হারবাল_হিলিং

বহু গুণের আধার আমলকি

আমলকির রয়েছে হরেক গুণ। টক স্বাদের আমলকি শুধু ফল হিসাবে নয়, ভেষজ হিসাবে খুব ব্যবহৃত হয়। ত্বক থেকে বিষাক্ত পদার্থ বের করে দেওয়া এবং রক্ত পরিশুদ্ধ করার ক্ষেত্রে আমলকির জুড়ি নেই। নিয়মিত আমলকি খেলে কোলস্টেরোল নিয়ন্ত্রণে থাকে, হৃৎপিণ্ড সুস্থ থাকে এবং ডায়াবেটিস ও হাঁপানি দূরে থাকে। জানিয়ে দিচ্ছি আমলকির নানা উপকারিতা সম্পর্কে:

হার্ট সুস্থ রাখে: বিভিন্ন ধরনের হৃদরোগ প্রতিরোধে আমলকি খুব কার্যকর। বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে, আমলকি হৃৎপিণ্ডের স্থিতিস্থাপকতা বাড়াতে সাহায্য করে, যার ফলে হৃদযন্ত্র ভালোভাবে কাজ করতে পারে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে: আমলকি রক্তে শর্করা ও লিপিডের মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত যে, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা যদি প্রতিদিন নিয়ম করে আমলকি খান, তবে এ রোগ নিয়ন্ত্রণে থাকে।

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়: আমলকিতে আছে ভিটামিন সি’র মতো রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী কতগুলো উপাদান। এগুলো শরীরের যাবতীয় ক্রিয়াকলাপকে সঠিকভাবে পরিচালনায় সাহায্য করে। এর ফলে রোগ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn