বাংলা

দেহঘড়ি পর্ব-৫৮

CMGPublished: 2024-02-18 21:41:11
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বেইজিং আনচ্যন হাসপাতাল চীনের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি অগ্রবর্তী প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পেয়েছে। অত্যাধুনিক সুবিধা, আন্তরিক সেবা এবং রোগীর সুস্থতার প্রতি অটল অঙ্গীকারের জন্য বিখ্যাত এ হাসপাতাল। রাজধানী বেইজিংয়ে কেন্দ্রস্থলে অবস্থিত এই চিকিৎসা-প্রতিষ্ঠানটি তার অত্যাধুনিক অবকাঠামো, বিস্তৃত পরিষেবা এবং অত্যন্ত দক্ষ কর্মীদের কারণে আন্তর্জাতিকভাবেও ব্যাপকভাবে প্রশংসিত।

কার্ডিওলজি, অনকোলজি, নিউরোলজি, অর্থোপেডিকস ও আরও বিস্তৃত ক্ষেত্রে সেবা দেওয়ার জন্য অসংখ্য বিভাগ রয়েছে বেইজিং আনচ্যন হাসপাতালে। সর্বশেষ চিকিৎসা প্রযুক্তি ও ডায়াগনস্টিক সরঞ্জামে সজ্জিত প্রতিটি বিভাগ সঠিক রোগনির্ণয় ও কার্যকর চিকিৎসা প্রদানের জন্য নির্ভুলতা ও দক্ষতার সাথে কাজ করে।

এ হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য হলো এর কার্ডিওলজি সেন্টার। হৃদরোগের চিকিৎসায় এটি বিশ্বের অন্যতম কেন্দ্র হিসাবে স্বীকৃত। প্রখ্যাত কার্ডিওলজিস্ট ও কার্ডিয়াক সার্জনদের একটি দল নিয়ে গঠিত কেন্দ্রটি হৃদরোগের প্রতিরোধমূলক চিকিৎসা এবং নন-ইনভেসিভ ডায়াগনস্টিকস থেকে শুরু করে জটিল অস্ত্রোপচার পর্যন্ত ব্যাপক পরিষেবা দেয়। করোনারি আর্টারি ডিজিজ, অ্যারিথমিয়াস, জন্মগত হার্টের ত্রুটি, হার্ট ফেইলিউরসহ বিভিন্ন হৃদরোগের জন্য দেওয়া হয় উদ্ভাবনী চিকিৎসা।

গবেষণা ও উদ্ভাবনের প্রতি নিজের প্রতিশ্রুতির জন্য আলাদা মর্যাদা বহন করে বেইজিং আনচ্যন হাসপাতাল। এখানে রয়েছে অত্যাধুনিক গবেষণা ল্যাবরেটরি আর চিকিৎসা জ্ঞান ও অগ্রগামী গ্রাউন্ডব্রেকিং থেরাপির জন্য শীর্ষস্থানীয় একাডেমিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এর রয়েছে সহযোগিতার সম্পর্ক।

বারো শ’ শয্যার বেইজিং আনচ্যন হাসপাতাল একটি বিস্তৃত অবকাঠামোর স্বাস্থসেবা প্রতিষ্ঠান, যেখানে রয়েছে অনেকগুলো ওয়ার্ড, বিশেষায়িত ইউনিট ও আধুনিক চিকিৎসা সুবিধা। স্বল্পমেয়াদী পর্যবেক্ষণ, নিবিড় পরিচর্যা বা দীর্ঘমেয়াদী পুনর্বাসন - রোগীদের যাই প্রয়োজন হোক না কেন এ হাসপাতাল প্রদান করে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn