বাংলা

দেহঘড়ি পর্ব-০৫৩

CMGPublished: 2024-01-14 18:51:37
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে ট্যাডিশনাল চাইনিজ মেডিসিন বা টিসিএম নিয়ে আলোচনা ‘ঐতিহ্যবাহী চিকিৎসাধারা’, চীনের হাসপাতাল-পরিচিতি ‘চিকিৎসার খোঁজ’ এবং টিসিএম ভেষজের উপকারিতা নিয়ে আলোচনা ‘ভেষজের গুণ’।

#ঐতিহ্যবাহী_ চিকিৎসাধারা

ডিস্পনিয়ার টিসিএম চিকিৎসা কী?

আপনি কি হঠাৎ করে শ্বাসকষ্ট অনুভব করছেন? আপনার কি মনে হচ্ছে যে, আপনার ফুসফুসে পর্যাপ্ত পরিমাণ বাতাস নিতে পারছে না? এমন অনুভূতি হলে আপনি ডিস্পনিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন। ডিস্পনিয়া এক ধরনের শ্বাসকষ্ট।

ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাব্যবস্থা-টিসিএমে মনে করা হয়, শ্বাস-প্রশ্বাসে কষ্ট এই ইঙ্গিত দেয় যে, আপনার দেহে মূল শক্তি বা ‘ছি’য়ে ঘাটতি রয়েছে। যখন আপনার শরীর খাদ্য থেকে পর্যাপ্ত পুষ্টি-শক্তি পায় না, তখন ‘ছি’য়ে ঘাটতি দেখা দেয়। অস্বাস্থ্যকর লাইফস্টাইল আপনার প্লীহা ও পাকস্থলীর কার্যকারিতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যার ফলে ক্লান্তি, ফোলাভাব ও বর্ণহীনতা দেখা দিতে এবং শ্বাসকষ্ট হতে পারে।

ডিস্পনিয়ার লক্ষণ ও কারণ: কঠোর পরিশ্রমের পর স্বল্পমেয়াদী শ্বাষকষ্ট অনুভব করা স্বাভাবিক, তবে ব্যায়ামের পর স্বাভাবিকের চেয়ে কম সময়ের মধ্যে শ্বাস নিতে অসুবিধা হলে, সেটা নির্দেশ করে, গুরুতর কিছু হয়ে থাকতে পারে৷ শ্বাসকষ্ট শারীরিকভাবে সক্রিয় থাকার পরে এক বা দুই মিনিট স্থায়ী হতে পারে বা দীর্ঘস্থায়ীও হতে পারে। এ সমস্যার দুটি ভিন্ন স্তর রয়েছে। একটি হালকা স্তর, যে স্তরে আপনার মনে হবে অপর্যাপ্ত পরিমাণে বায়ু আপনার ফুসফুসে যাচ্ছে এবং অন্যটি গুরুতর। গুরুতর স্তরে আপনি অনুভব করবেন যেন আপনার দম বন্ধ হয়ে যাচ্ছে।

অন্য সেসব স্বাস্থ্যগত সমস্যা স্বল্পমেয়াদী ডিস্পনিয়া ঘটাতে পারে, সেগুলো হলো নিম্ন রক্তচাপ, নিউমোনিয়া, মানসিক চাপ বা উদ্বেগ, ক্ষতিগ্রস্ত ফুসফুস, ফুসফুসে রক্ত জমাট বাঁধা, হার্ট ফেইলিউর, তাপমাত্রায় মারাত্মক পরিবর্তন, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এবং গুরুতর এলার্জি প্রতিক্রিয়া। হাঁপানিতে আক্রান্ত ব্যক্তিরা স্বল্পমেয়াদী বা দীর্ঘস্থায়ী যে কোনও ধরনের ডিস্পনিয়ায় ভুগতে পারেন।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn