দেহঘড়ি পর্ব-০৫০
ইয়ুননান প্রাদেশিক মানসিক হাসপাতালের বিভাগগুলোর মধ্যে রয়েছে জরাবিজ্ঞান, মনোরোগ পুনর্বাসন, শিশু ও কিশোর, ক্লিনিক্যাল সাইকোলজি, নারী মনোরোগ, অ্যালকোহল অ্যান্ড ড্রাগ ডিপেনডেন্স ট্রিটমেন্ট, ঐতিহ্যবাহী চীনা অ্যান্ড পশ্চিমা চিকিৎসা, নিদ্রা মেডিসিন বিভাগ, জরুরি বিভাগ এবং ফরেন্সাল সেন্টার।
এ হাসপাতাল ২০২১ সালের অক্টোবর থেকে অনেকগুলো সেবা অনলাইনেও নিয়ে এসেছে। প্রধান অনলাইন সেবাগুলোর মধ্যে রয়েছে বিশেষজ্ঞ অ্যাপয়েন্টমেন্ট, বিশেষ বহিরাগত রোগী পরিষেবা, নিউক্লিক অ্যাসিড পরীক্ষা, ভিডিওর মাধ্যমে স্বাস্থ্যপরামর্শ, মনস্তাত্ত্বিক পরীক্ষা, দূরবর্তী পরামর্শ, দূরবর্তী চিকিত্সা মূল্যায়ন, হাসপাতালের ভর্তির ফি প্রদান, খাবারের বিল পরিশোধ ইত্যাদি।
ইয়ুননান প্রাদেশিক মানসিক হাসপাতাল প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কুনমিংয়ের পশ্চিম শহরতলির ছাংপোতে। ১৯৮৯ সালে এটি কুনমিং শহরের চুয়ানজিন রোডে স্থানান্তরিত হয়। তেপ্পান্ন হাজার বর্গমিটারের বেশি জায়গার ওপর প্রতিষ্ঠিত বর্তমান হাসপাতাল অবকাঠামো।
#ভেষজের গুণ
লবঙ্গের যত গুণ
লবঙ্গ মসলা হিসাবে অধিক পরিচিত। তবে এর রয়েছে নানা ঔষধি গুণ। তাই বিভিন্ন ঐতিহ্যবাহী ওষুধের উপকরণ হিসাবে একটি ব্যবহৃত হয়। লবঙ্গের আদি বাস ইন্দোনেশিয়ায়, তবে বর্তমানে এটি পৃথিবীর সব জায়গায় ব্যবহার করা হয়। চলুন জেনে নেওয়া যাক বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দূর করার ক্ষেত্রে লবঙ্গের কার্যকারিতা সম্পর্কে:
হৃদরোগের ঝুঁকি কমায়: লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে ঠিক রাখে। এটি রক্তচাপ কমাতে, রক্তনালির কার্যকারিতা ঠিক রাখতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়া লবঙ্গ শরীর থেকে ক্ষতিকর উপাদানগুলো দূর করে রক্তকে পরিশোধন করতে সাহায্য করে।