বাংলা

দেহঘড়ি পর্ব-০৫০

CMGPublished: 2023-12-24 19:06:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মূত্রাশয় ব্যথা উপসর্গ উপশমে আকুপাংচারের পাশাপাশি ভেষজ ওষুধ, মক্সিবাস্টন এবং ইলেক্ট্রো-আকুপাংচারও ব্যবহার করা হয়। এক সমীক্ষায় দেখা গেছে, ব্লাডার পেইন সিন্ড্রোমের রোগীদের পরপর চার সপ্তাহ ধরে প্রতি সপ্তাহে একটি আকুপাংচার চিকিৎসা দিলে তাতে প্রস্রাবের বেগ অনেকাংশে কমে যায়। অন্য একটি সমীক্ষায় দেখা গেছে, তিন মাস ধরে সাপ্তাহিক আকুপাংচার গ্রহণ করেছেন এমন রোগীর বেশিরভাগ পুরোপুরি সেরে উঠেছে।

#চিকিৎসার_খোঁজ

চীনের অন্যতম সেরা মানসিক হাসপাতাল ইয়ুননানে

ইয়ুননান প্রাদেশিক মানসিক হাসপাতাল চীনের টারসিয়ারি লেভেল বা সর্বোচ্চ স্থরের মানসিক রোগের চিকিৎসপ্রতিষ্ঠানগুলোর অন্যতম। ইয়ুননান প্রদেশের রাজধানী খুনমিংয়ে ১৯৫৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর প্রায় ৭ দশকের যাত্রায় হাসপাতালটি চিকিৎসাসেবা, শিক্ষাদান, বৈজ্ঞানিক গবেষণা, পুনর্বাসন ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে জাতীয়ভাবে এক আস্থার নাম হয়ে উঠেছে।

বর্তমানে ‘কুনমিং সাইকোলজিক্যাল ক্রাইসিস রিসার্চ অ্যান্ড ইন্টারভেনশন সেন্টার’ এ হাসপাতালে অধিভুক্ত এবং পাশাপাশি ‘ইয়ুননান প্রাদেশিক মানসিক স্বাস্থ্য সমিতি’, "ইয়ুননান প্রাদেশিক হাসপাতাল এসোসিয়েশন মনোরোগ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি", "ইয়ুননান প্রাদেশিক পুনর্বাসন মেডিসিন এসোসিয়েশন মনোরোগ পুনর্বাসন পেশাদার কমিটি এবং ইয়ুননান প্রাদেশিক মনোরোগ ফাউন্ডেশনের মতো অনেক একাডেমিক গ্রুপের সঙ্গে সম্পর্কযুক্ত।

এক হাজার ১৬০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালে কর্মরত মোট ৫৪৫জন কর্মী, যার মধ্যে ৪৮৩জন স্বাস্থ্য ও স্বাস্থ্যপ্রযুক্তি পেশাজীবী। বিপুল সংখ্যক চিকিৎসক ও চিকিৎসাশিক্ষকের পাশাপাশি এখানে রয়েছেন ১জন ডক্টরাল সুপারভাইজার, ৮জন মাস্টার সুপারভাইজার, ১৫জন খণ্ডকালীন অধ্যাপক, ৩০জন সহযোগী অধ্যাপক এবং ৪০জন প্রভাষক।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn