বাংলা

দেহঘড়ি পর্ব-০৪৯

CMGPublished: 2023-12-16 21:17:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ছিংদাও মিউনিসিপ্যাল হাসপাতাল প্রতিষ্ঠা করেছে ন্যাশনাল মেজর সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসার্চ, ন্যাশনাল স্টেম সেল ক্লিনিকাল রিসার্চ এবং ন্যাশনাল রেসপিরেটরি ডিজিজ ক্লিনিক্যাল মেডিকেল রিসার্চ সেন্টারের মতো উচ্চমানের বেশ কতগুলো প্ল্যাটফর্ম। চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণায় অবদান রাখার জন্য নানা পুরস্কারে ভূষিত হয়েছে এ হাসপাতাল। ছিংদাও বিশ্ববিদ্যালয়ে সরাসরি অধিভুক্ত এ হাসপাতাল শিক্ষা মন্ত্রণালয়ের ক্লিনিকাল শিক্ষার সার্টিফিকেশনে উত্তীর্ণ হয়েছে।

#ভেষজের গুণ

কতো উপকার থানকুনি পাতার!

থানকুনি পাতার রয়েছে অসাধারণ ভেষজ গুণ। নানা স্বাস্থ্যগত উপকারিতা পাওয়া যায় এ পাতা খেলে। এটি পেটের অসুখ দূরে রাখে, শরীর সতেজ রাখে, মস্তিস্কের ক্ষমতা বাড়ায়, শরীরকে বিষমুক্ত করে এবং ত্বক সতেজ রাখে। চলুন জেনে নেওয়া যাক থানকুনি পাতার নানা গুণ সম্পর্কে:

পেটের রোগ থেকে মুক্তি দেয়: পেটের রোগ নিরাময়ে থানকুনি পাতা এক অসাধারণ ভেষজ। থানকুনি পাতায় থাকা এশিয়াটিকোসাইড নামের একটি উপাদান হজমশক্তির উন্নতি ঘটায়। সেই সঙ্গে পেটের আলসারের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে এটি। এছাড়া পেট খারাপ বা ডায়রিয়ার চিকিৎসায় এই পাতা ভালো কাজে লাগে।

শরীরকে বিষমুক্ত করে: নানাভাবে আমাদের শরীরে বিষাক্ত উপাদান প্রবেশ করে, যেগুলো শরীরের বিভিন্ন অঙ্গের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এমন বিষাক্ত উপাদান শরীর থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে বেশ কার্যকর থানকুনি পাতা। থানকুনি পাতা খেলে প্রস্রাবের মধ্য দিয়ে এসব টক্সিক উপাদান বেরিয়ে যায়।

মানসিক অবসাদ নিয়ন্ত্রণ করে: থানকুনি পাতায় থাকা কয়েকটি উপাদান সেরোটনিন হরমোনের ক্ষরণ বাড়ায়, যে কারণে মানসিক অবসাদের জন্য দায়ী কর্টিসল বা স্ট্রেস হরমোনের প্রভাব কমতে শুরু করে। ফলে উদ্বেগ ও মানসিক অবসাদ নিয়ন্ত্রণে আসে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn