বাংলা

দেহঘড়ি পর্ব-০৪৯

CMGPublished: 2023-12-16 21:17:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

উন্নয়নের মাত্রা বিচারে ছিংদাও মিউনিসিপ্যাল হাসপাতালের অবস্থান সারা চীনের মধ্যে ৩০তম, বহির্বিভাগের ও জরুরি বিভাগের রোগীর সংখ্যা বিচারে ৭৪তম এবং সার্জারির সংখ্যা বিচারে ৬৪তম। সর্বোচ্চ স্তরের জাতীয় জেনারেল হাসপাতালগুলোর কর্মক্ষমতা মূল্যায়নে, এটি দেশের ১০৩তম স্থানে রয়েছে৷

ছিংদাও মিউনিসিপ্যাল হাসপাতালের ক্যাম্পাসগুলো হলো ‘প্রধান হাসপাতাল’, ‘পূর্ব হাসপাতাল’, ‘পশ্চিম হাসপাতাল’, ‘মিউনিসিপ্যাল ডার্মাটোলজি প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট হাসপাতাল’ এবং সুচৌ রোড ক্যাম্পাস।

বর্তমানে এ হাসপাতালে কর্মরত চিকিৎসা পেশাজীবী, চিকিৎসাশিক্ষক, কর্মকর্তা ও কর্মচারি মিলে মোট ৫ হাজার ২৫ জন। তাদের মধ্যে ৭৮ জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ। এছাড়া চিকিৎসা পেশাজীবীদের মধ্যে রয়েছেন রাষ্ট্রীয় পরিষদের বিশেষ বিশেষজ্ঞ, তাইশান পণ্ডিত ও প্রাদেশিক পর্যায়ের বিশেষজ্ঞ, ছিংদাওয়ের নেতৃস্থানীয় প্রতিভা এবং মিউনিসিপ্যাল পর্যায়ের বিশেষজ্ঞ।

ছিংদাও মিউনিসিপ্যাল হাসপাতালে রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত চতুর্থ-প্রজন্মের দা ভিঞ্চি রোবট, রোজা রোবট, পিইটি-সিটি এবং অন্যান্য অত্যাধুনিক সরঞ্জাম। এ হাসপাতাল মানব-সহায়ক প্রজনন প্রযুক্তি পরিচালনার জন্য অনুমোদিত হয়েছে৷ এছাড়া এটি স্ট্রোক, বুকে ব্যথা, হার্ট ফেইলিওর, অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন, হাইপারটেনশন, ইত্যাদির জন্য একটি জাতীয় স্তরের বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র হয়ে উঠেছে৷

এ হাসপাতালটি পাচনতন্ত্রের টিউমার, সহায়ক প্রজনন এবং শ্বাসযন্ত্রের রোগের চিকিৎসায় জাতীয় ক্লিনিকাল ভিত্তি হিসাবে তালিকাভুক্ত হয়েছে এবং জাতীয় বিরল রোগ নির্ণয় এবং চিকিৎসা সহযোগিতা নেটওয়ার্কে অন্তর্ভুক্ত হয়েছে। টিএভিআর, থ্রি-ডি প্রিন্টিং, ডিজিটাল নেভিগেশন, লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেজ অক্লুশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অনেকগুলোর নতুন প্রযুক্তিও ব্যবহার করছে এ হাসাপতাল।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn