দেহঘড়ি পর্ব-০৪৮
শারীরিক অক্ষমতা দূর করে: পুরুষের শারীরিক অক্ষমতার চিকিৎসায় এ ভেষজ ব্যবহৃত হয় প্রাচীনকাল থেকে। ২০১৪ সালে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, একাঙ্গীতে থাকা ইথানোলিক নির্যাস শুক্রাণু বৃদ্ধি করে ব্যাপকভাবে।
চেহারায় দ্যুতি বাড়ায়: একাঙ্গী চেহারায় দ্যুতি আনতে সক্ষম। মুখের দাগ ও চর্ম রোগ সারতে এটি বিশেষভাবে কার্যকরী। এছাড়া এ ভেষজ চুলের গোড়া মজবুত করে, চুল পড়া রোধ করে, খুশকি প্রতিরোধ করে এবং চুল উজ্জ্বল ও মসৃণ করে।
পেটের পীড়া দূর করে: ডায়রিয়া ও অন্যান্য পেটের অসুখ নিরাময়ে এটি ভীষণ কার্যকরী। একাঙ্গীর চা দেহের জড়তা কাটিয়ে কর্মমুখী হতে এবং কাজের প্রতি মনোযোগ বাড়াতে সহায়তা করে।
‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।