বাংলা

দেহঘড়ি পর্ব-০৪৮

CMGPublished: 2023-12-10 15:46:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অসামান্য বিশেষজ্ঞ, অত্যাধুনিক যন্ত্রপাতি এবং বৈশিষ্ট্যযুক্ত কৌশল নিয়ে বিগত চার দশক ধরে প্রচেষ্টার মাধ্যমে একটি ব্যাপক আধুনিক হাসপাতালে পরিণত হয়েছে বিএমইউএইচ। চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণাকে একই ছাদের নিচে এনে এ হাসপাতাল শানতুং প্রদেশ এবং এর আশপাশের অঞ্চলের রোগীদের জন্য চিকিৎসাসেবার এক ভরসাস্থলে হয়ে উঠেছে।

১ হাজার ৮শ শয্যাবিশিষ্ট বিএমইউএইচ বছরে ১৩-১৫ লাখ রোগীকে বহির্বিভাগ থেকে সেবা দেয়, প্রায় ৮০ হাজার রোগীকে ভর্তি করে এবং ৩২ হাজার রোগীকে শল্যচিকিৎসা দেয়।

বিনচৌ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রয়েছে ৩ হাজারেরও বেশি পূর্ণকালীন কর্মী, যাদের মধ্যে ৩৭৩ জন পূর্ণ বা সহযোগী অধ্যাপক এবং ১৩৬ জন স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ের সুপারভাইজার।

কর্তৃপক্ষ বলছে, নতুন যুগে জাতীয়ভাবে সুপরিচিত একটি আধুনিক হাসপাতাল হিসাবে নিজেকে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে বিএমইউএইচ।

#ভেষজের গুণ

গুণের শেষ নেই একাঙ্গীর

একাঙ্গীর সমান কদর ভেষজ ও রান্নার মসলা হিসাবে। এশিয়ার রন্ধনশিল্পে এটি অতি প্রয়োজনীয় একটি উপাদান। আদা বা হলুদের মতো দেখতে এই মশলাটি ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ এবং চীন, তাইওয়ান, জাপান, কম্বোডিয়া ও কোরিয়ায় উৎপন্ন হয়। একাঙ্গীর রয়েছে নানা ঔষধি গুণ। চলুন জেনে নিই এর কতগুলো গুণ সম্পর্কে:

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়: একাঙ্গীতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যালপাইন ও গ্যালাঙ্গিনসহ এক ডজনেরও বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়৷ গবেষণায় দেখা গেছে, এইচআইভির বিরুদ্ধেও লড়াই করে এ ভেষজ।

ক্যান্সার প্রতিরোধী: একাঙ্গী হলো জিঙ্গিবেরাসি পরিবারের সদস্য, যার মধ্যে আদা, হলুদ ও এলাচ রয়েছে। এই গোষ্ঠীর উদ্ভিদে ফাইটোকেমিক্যাল রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক। একাঙ্গীতে থাকা গ্যালাঙ্গিন রাসায়নিক জিনোটক্সিসিটির বিরুদ্ধে লড়াই করে। এছাড়া এটি রক্ত বিশুদ্ধ করে, ঠান্ডাজনিত রোগব্যধি প্রতিরোধ করে, গলা ব্যথা, মাথা ধরা দূর করে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn