বাংলা

দেহঘড়ি পর্ব-০৪৭

CMGPublished: 2023-12-03 19:24:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ হাসপাতাল শানতুং বিশ্ববিদ্যালয়, শানতুং রেড ক্রস সোসাইটি হাসপাতাল এবং শানতুং অব ক্লিনিক্যাল মেডিসিন ইনস্টিটিউটের সঙ্গে অধিভুক্ত। কেন্দ্রীয় হাসপাতাল এবং পূর্ব হাসপাতাল – এ দুটি শাখা নিয়ে গঠিত শানতুং প্রাদেশিক হাসপাতাল। সাড়ে ৩ হাজার শয্যার এ হাসপাতালের বহির্বিভাগ থেকে বছরে সাড়ে ৩ লাখ রোগী চিকিৎসা নেয়। আর বছরে এখানে ভর্তি করা হয় দেড় লাখের মতো রোগী, যাদের প্রায় অর্ধেককে শল্য চিকিৎসা দেওয়া হয়। সেবার পরিধির দিক থেকে হাসপাতালটি শানতুং প্রদেশের প্রথম স্থানে রয়েছে। চীনের হাসপাতাল নিয়ে করা বিভিন্ন র‌্যাংকিংয়েও উঁচু অবস্থানে রয়েছে শানতুং প্রাদেশিক হাসপাতাল। যেমন সারা চীনের হাসপাতাল নিয়ে ফুতান বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে এর অবস্থান ৪২তম, পূর্ব চীনের শীর্ষ সামর্থের হাসপাতালের র‌্যাংকিংয়ে ১৬তম এবং দেশের শীর্ষ ১০০ হাসপাতালের মধ্যে এর অবস্থান ৩৪তম।

এ হাসপাতালের বিভিন্ন বিভাগ চিকিৎসার নানা ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। এর অধীনেই গড়ে উঠেছে এসপিএইচ শানতুং শিশু হাসপাতাল, শানতুং প্রাদেশিক অর্থোপেডিক হাসপাতাল এবং শানতুং প্রাদেশিক স্টোমাটোলজিকাল হাসপাতালের মতো বেশ কয়েকটি বিশেষায়িত হাসপাতাল। শানতুং প্রাদেশিক হাসপাতালে রয়েছে ১১৯টি ক্লিনিক্যাল ও চিকিৎসা বিভাগ, ১০টি জাতীয় পর্যায়ের গুরুত্ব ক্লিনিক্যাল বিশেষত্ব, ২৯টি প্রাদেশিক পর্যায়ের ক্লিনিক্যাল বিশেষত্ব ও ক্লিনিক্যাল মেডিসিন গবেষণা কেন্দ্র এবং ১৪টি ক্লিনিক্যাল মেডিসিন গবেষণা প্রতিষ্ঠান।

অতি উচ্চ যোগ্যতাসম্পন্ন পেশাদারদের একটি বিশাল দল কর্মরত এ হাসপাতালে। তাদের মধ্যে রয়েছেন শানতুং প্রদেশের ৫জন ‘ডুয়াল অ্যাকডেমিশিয়ান’ ১৪জন ‘থাইশান স্কলার’, জাতীয় প্রতিভা প্রকল্পের ২জন বিশেষজ্ঞ, প্রাদেশিক স্তরে ‘অসামান্য অবদান রাখা ২২ জন বিশেষজ্ঞ, এবং রাষ্ট্রীয় পরিষদের বিশেষ ভাতাভোগী ৪৯জন বিশেষজ্ঞ।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn