বাংলা

দেহঘড়ি পর্ব-০৪০

CMGPublished: 2023-10-15 21:03:16
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

একটি জেনারেল হাসপাতালে সাধারণত যতগুলো বিভাগ থাকে, তার সবই রয়েছে রিচল্যান্ড ইন্টারন্যাশনাল হসপিটালে। এগুলোর মধ্যে রয়েছে অভ্যন্তরীণ ওষুধ, জরুরি ওষুধ, নিবিড় পরিচর্যা ওষুধ, সাধারণ শল্য চিকিৎসা, কার্ডিওলজি, ইউরোলজি, নিউরোলজি, রেডিওলজি, অর্থোপেডিকস, প্যাথলজি, নেফ্রোলজি, হেমাটোলজি, চক্ষুরোগবিদ্যা, শল্যচিকিৎসা, স্ত্রীরোগ, শিশুরোগ, গ্যাস্ট্রোএন্টারোলজি, ফিজিওথেরাপি, বহির্বিভাগ, চর্মরোগ এবং রিউমাটোলজি।

রিচল্যান্ড ইন্টারন্যাশনাল হসপিটাল প্রতিষ্ঠিত হয়েছিল মানুষের জীবন-মান উন্নয়নের লক্ষ্যে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি ও অত্যাধুনিক বিজ্ঞানের সমন্বিত স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্দেশ্য নিয়ে এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সে উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে চলেছে প্রতিষ্ঠানটি।

#ভেষজের গুণ

বিশ্ব দৃষ্টি দিবস ২০২৩ উদযাপিত

‘আপনার চোখকে ভালবাসুন, কর্মস্থলেও’ – এই প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার (অক্টোবর ১২) উদযাপিত হলো বিশ্ব দৃষ্টি দিবস। দিবসটি উপলক্ষে এদিন ঢাকায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত এক সেমিনারে জানানো হয়, বর্তমানে বাংলাদেশে ১২ লাখ মানুষ অন্ধ এবং ৫১ লাখ মানুষ ক্ষীণদৃষ্টির শিকার।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের রেটিনা বিভাগের প্রধান এবং বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির মহাসচিব অধ্যাপক ডা. দীপক কুমার নাগ সেমিনারে বলেন, “একসময় এ দেশে অন্ধত্বের হার ছিল ১ দশমিক ৪৫ শতাংশ। কিন্তু সর্বশেষ জরিপে দেখা গেছে, এ হার কমে শূন্য দশমিক ৬৯ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ এখন ১০০ জনে ১ জনেরও কম বা ১ হাজার জনে ৭ জন অন্ধত্বের শিকার। সে হিসেবে বর্তমানে দেশে জনসংখ্যার ১২ লাখ মানুষ অন্ধ। অন্যদিকে, ৩ শতাংশ বা ৫১ লাখ মানুষ ক্ষীণদৃষ্টির শিকার।”

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn