দেহঘড়ি পর্ব-০৪০
ইটিং ডিজঅর্ডারের চিকিৎসায় নির্দিষ্ট মেরিডিয়ানে আকুপাংচার দেওয়া হলে তাতে উদ্বেগ, অতিরিক্ত চিন্তা ও মানসিক চাপ কমে; আতঙ্ক ও বুক ধড়ফড়ানি দূর হয়; হজমের সমস্যা যেমন পেট ফাঁপা, গ্যাস, অ্যাসিড রিফ্লাক্স, বমি বমি ভাব ও কোষ্ঠকাঠিন্য সারে; ঋতুচক্রের সমস্যা, ক্লান্তি ও অনিদ্রা দূর হয়; এবং দীর্ঘকাল ধরে সীমিত খাদ্য গ্রহণের ফলে বিপাক ব্যবস্থায় যে সমস্যা দেখা দেয় তা সারে।
ইটিং ডিজঅর্ডার দূর করার ক্ষেত্রে সহায়ক হতে পারে মাল্টিভিটামিনও। বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, অ্যানোরেক্সিক বা খাদ্যভীতি এবং বুলিমিকস বা অতিরিক্ত খাদ্যপ্রীতি উভয় ক্ষেত্রেই শরীরে দস্তার পরিমাণ কম থাকে। ফলে জিঙ্কযুক্ত ওষুধ বা খাবার খেলে ইটিং ডিজঅর্ডার সারে।
#চিকিৎসার_খোঁজ
কুনমিংয়ের পাঁচ-তারকা হাসপাতাল রিচল্যান্ড
চীনের ইয়ুননান প্রদেশের রাজধানী খুনমিংয়ে প্রতিষ্ঠিত রিচল্যান্ড ইন্টারন্যাশনাল হসপিটাল বেসরকারি খাতের একটি পাঁচ-তারকা জেনারেল হাসপাতাল। উন্নতমানের চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে এ হাসপাতালটি অঞ্চলের মানুষের ব্যাপক আস্থা অর্জন করেছে।
খুনমিং সিটি ব্যুরো অব হেলথ অনুমোদিত এই হাসপাতালটি জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনালের (জেসিআই) মান বজায় রেখে চিকিৎসাসেবা প্রদান করে। এই হাসপাতালে সম্মিলন ঘটেছে চীন ও চীনের বাইরের খ্যাতিমান বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বড় দলের। আর এটি সজ্জিত হয়েছে বিশ্বমানের সব চিকিৎসা সরঞ্জাম দিয়ে।
রিচল্যান্ড ইন্টারন্যাশনাল হসপিটাল ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল৷ প্রতিষ্ঠার পর গত ১২ বছর এটি ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাব্যবস্থা এবং পশ্চিমা চিকিৎসাব্যবস্থার সমন্বিত প্রয়োগের মাধ্যমে সাধারণ থেকে জটিল সব রোগব্যাধির চিকিৎসা দিয়ে গেছে। আর এর মধ্য দিয়ে হাসপাতালটি অসাধারণ সাফল্য অর্জন করেছে। পাশাপাশি এটি চীনা জাতির ঐতিহ্যগত সংস্কৃতি ব্যবহার করে মানব জীবনের কোড ব্যাখ্যা করার ক্ষেত্রে অনেক দূর এগিয়েছে।