দেহঘড়ি পর্ব-০৪০
‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে ট্যাডিশনাল চাইনিজ মেডিসিন বা টিসিএম নিয়ে আলোচনা ‘ঐতিহ্যবাহী চিকিৎসাধারা’, চীনের হাসপাতাল-পরিচিতি ‘চিকিৎসার খোঁজ’ এবং বিশ্ব দৃষ্টি দিবস উদযাপনের খবর।
#ঐতিহ্যবাহী_ চিকিৎসাধারা
ইটিং ডিজঅর্ডার নিরাময়ে টিসিএম
ইটিং ডিজঅর্ডার বা খাদ্যাভ্যাসজনিত সমস্যা এক ধরনের মানসিক রোগ। এ রোগের কারণে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে ওঠে। খাবার, শরীরের ওজন বা শরীরের আকৃতি নিয়ে অতিরিক্ত চিন্তা দেখা দেয় এ রোগ হলে। ইটিং ডিজঅর্ডার যখন গুরুতর রূপ নেয়, তখন তা খারাপ পরিণতি ডেকে আনতে পারে এবং সময় মতো চিকিৎসা না করা হলে এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে৷ আসলে ইটিং ডিজঅর্ডার সবচেয়ে মারাত্মক মানসিক রোগগুলোর একটি৷ ইটিং ডিজঅর্ডার নিয়ে আমাদের সমাজে তেমন আলোচনা না হলেও পরিসংখ্যান বলছে, এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে দিন দিন৷
ইটিং ডিজঅর্ডার বিভিন্ন ধরনের এবং এর উপসর্গেও থাকে ভিন্নতা। তবে প্রতিটি ধরনেই যেটা অভিন্ন সেটা হলো খাবার ও ওজন সম্পর্কিত বিষয়গুলো নিয়ে রোগীর অতিরিক্ত চিন্তা। এ রোগের যেসব সাধারণ উপসর্গ থাকে সেগুলো হলে ওজন হ্রাস, জনসমক্ষে খাওয়া নিয়ে উদ্বেগ, ওজন, খাদ্য, ক্যালোরি, চর্বি ইত্যাদি নিয়ে অধিক চিন্তা, কোষ্ঠকাঠিন্য, পেটে ব্যথা, আলস্য, নির্দিষ্ট খাবার না খাইতে চাওয়া, ক্ষুধার অনুভূতি অস্বীকার, ইত্যাদি।
ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা পদ্ধতি বা টিসিএমে রোগ নির্ণয়ের সামগ্রিক প্রকৃতি খাদ্যাভ্যাসের সঙ্গে সংশ্লিষ্ট জটিল মানসিক ও শারীরিক সমস্যাগুলোকে সমন্বিত উপায়ে চিকিৎসা করা সম্ভব। ইটিং ডিজঅর্ডারের ক্ষেত্রে টিসিএম প্রচলিত মানসিক ও শারীরিক চিকিৎসার বিকল্প নয়; বরং প্রচলিত চিকিৎসার একটি সম্পূরক হিসাবে বিবেচনা করা হয় একে।
ইটিং ডিজঅর্ডারের টিসিএম চিকিৎসায় ব্যবহার করা হয় ভেষজ ফর্মুলা, আকুপাংচার ও সাপ্লিমেন্ট। ভেষজ ফর্মুলার ক্ষেত্রে পেট ফুলে যাওয়া ও হজমের সমস্যার জন্য দেওয়া হয় কুই পাই থাং, মাসিক ঋতুচক্রের সমস্যা এবং শুষ্ক ত্বকের জন্য দেওয়া হয় লিউ ওয়েই তি, বিপাকীয় সমস্যার জন্য দেওয়া হয় টিন বুই শেন কিউই ওয়ান, এবং উদ্বেগ ও আত্ম-ক্ষতিসাধনের ইচ্ছা দমনে দেওয়া হয় থিয়ান ওয়ান পু সিন তান।