দেহঘড়ি পর্ব-০৩২
অন্য দুটি গবেষণায় প্রমাণ মিলেছে, যারা জিনসেং থেকে উৎপাদিত কোল্ড এফএক্স গ্রহণ করেছেন, তাদের প্লেসিবো নেওয়া ব্যক্তিদের তুলনায় কম ঠান্ডা লেগেছে। এবং যারা সর্দিতে আক্রান্ত হয়েছেন তাদের উপসর্গগুলো প্লাসিবো গ্রহণকারীদের তুলনায় কম স্থায়ী হয়েছে।
কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন, আমেরিকান জিনসেং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বেশ কিছু ক্লিনিকাল গবেষণা বিজ্ঞানীদের এ বিশ্বাসকে সত্যি প্রমাণ করেছে। ওইসব গবেষণা দেখা গেছে, আমেরিকান জিনসেং কোষের কর্মক্ষমতা বাড়ায়, যা প্রকারন্তরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।
‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।