দেহঘড়ি পর্ব-০৩২
টিসিএমে বেল’স পোলজির সামগ্রিক নিরাময়ের বিভিন্ন বিকল্প রয়েছে। যেগুলোর মধ্যে প্রধান ভেষজ প্রতিকার, আকুপাংচার ও ভিটামিন সম্পূরক। এ রোগের চিকিৎসার জন্য একজন সনদপ্রাপ্ত টিসিএম বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা উচিত, যাতে শারীরিক লক্ষণভেদে প্রত্যেক রোগীকে সর্বোত্তম চিকিৎসা প্রটোকল দেওয়া যায়।
#চিকিৎসার_খোঁজ
বিশ্বসেরা টিসিএম হাসপাতাল থিয়ানচিনে
থিয়ানচিন টিসিএম বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষণ হাসপাতাল ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটি চীনের উত্তরাঞ্চলীয় থিয়ানচিন শহরের প্রাচীনতম ও বৃহত্তম টিসিএম চিকিৎসা প্রতিষ্ঠান। উৎকৃষ্ট মানের সেবার কারণে এ হাসপাতালটি নানা মর্যাদা অর্জন করেছে এবং নানা অভিধায় অভিহিত হয়েছে। যেমন এটি চীনের প্রথম ধাপের ট্রিপল-এ গ্রেডের হাসপাতাল, চীনের একশত উন্নত হাসপাতালের একটি, ন্যাশনাল হেলথ সিস্টেমের উন্নত হাসপাতাল এবং চীনের নির্ভরযোগ্য মডেল হাসপাতাল। এছাড়া, এটি আকুপাংচার ও মক্সিবাস্টন বিষয়ক ন্যাশনাল ক্লিনিক্যাল রিসার্চ সেন্টার, ন্যাশনাল রিজিওনাল মেডিক্যাল সেন্টার এবং টিসিএমের ন্যাশনাল ক্লিনিক্যাল রিসার্চ বেইস।
মোট ৩৮ দশমিক ৩৮ একর এলাকা জুড়ে প্রতিষ্ঠিত এ হাসপাতালের শয্যাসংখ্যা ২ হাজার ৬শ’। প্রতি বছর প্রায় ৩০ লাখ রোগীকে চিকিৎসা দেওয়া হয় এখানে আর বছরে ভর্তি করা হয় ৬৫ হাজারেরও বেশি রোগীকে। মোট ৪৩টি ক্লিনিক্যাল ও টেকনিক্যাল বিভাগ রয়েছে এ হাসপাতালে।
এ হাসপাতালে মোট কর্মীর সংখ্যা ২ হাজার ৬শ’র বেশি, যাদের মধ্যে রয়েছেন চীনের প্রকৌশল একাডেমির দুইজন শিক্ষাবিদ, টিসিএমের তিনজন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, জাতীয়ভাবে বিখ্যাত পাঁচজন টিসিএম চিকিৎসক, পাঁচজন ছিহুয়াং স্কলার, দুইজন তরুণ ছিহুয়াং স্কলার এবং রাষ্ট্রীয় পরিষদের বিশেষ ভাতাভোগী ১৯জন বিশেষজ্ঞ। এছাড়াও রয়েছেন বেশ ক’জন জ্যেষ্ঠ টিসিএম বিশেষজ্ঞ, থিয়ানচিন মিউনিসিপ্যাল সরকার কর্তৃক পুরস্কৃত পাঁচজন বিশেষজ্ঞ এবং থিয়ানচিনের ২৭ জন বিখ্যাত টিসিএম চিকিৎসক। শিক্ষা মন্ত্রণালয়ের দুটি উদ্ভাবন দল এবং ৪৪ জন ডক্টরাল সুপারভাইজার এবং ২১২ জন স্নাতকোত্তর সুপারভাইজার কর্মরত এখানে।