বাংলা

দেহঘড়ি পর্ব-০২৭

CMGPublished: 2023-07-16 15:34:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এছাড়াও, থাইরয়েড রোগের চিকিত্সার জন্য বেশ কয়েকটি ভেষজ ও ভেষজ ফর্মুলা নিয়ে গবেষণা করা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে ইংলিউ মিক্সচার, হাইচাও উহু ক্বাথ এবং সিং ছি হওয়া ইয়িং থাং। বেশ কয়েকটি গবেষণা প্রমাণ মিলেছে যে, ইংলিউ মিক্সচার ভেষজ সূত্র মেথিমাজোলের সঙ্গে ব্যবহার করা হলে থাইরয়েডের কার্যকারিতা উন্নত হয়। তাছাড়া অন্তত একটি গবেষণায় দেখা গেছে, অন্যান্য প্রচলিত থেরাপির সঙ্গে হাইচাও উহু ক্বাথ ব্যবহার করলে তা গলগণ্ড চিকিত্সায় বেশ ভালো কার্যকর হয়। অন্য একটি গবেষণায় দেখা গেছে, গলগন্ডে আক্রান্ত রোগীদের উপসর্গ কমাতে এবং গলগন্ডের আকার কমাতে এই ভেষজ সূত্রটি বেশ ফলদায়ক।

#চিকিৎসার_খোঁজ

হেপাটাইটিস রোগের সেরা চিকিৎসাকেন্দ্র থিয়ানচিন তৃতীয় কেন্দ্রীয় হাসপাতাল

থিয়ানচিন তৃতীয় কেন্দ্রীয় হাসপাতাল চীনের একটি প্রথম শ্রেণির হাসপাতাল, যেখানে চিকিৎসাসেবা, চিকিৎসাশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা এবং রোগ প্রতিরোধের সম্মিলন ঘটেছে। একটি জেনারেল হাসপাতাল হিসাবে সব ধরনের রোগের চিকিৎসা এখানে করা হয়, তবে হেপাটাইটিস রোগের চিকিৎসায় এটা গোটা চীনে অন্যতম প্রধান হাসপাতাল।

১৯৫৭ সালে প্রতিষ্ঠিত থিয়ানচিন তৃতীয় কেন্দ্রীয় হাসপাতাল থিয়ানচিন অঞ্চলের জন্য কেবল একটি চিকিৎসাকেন্দ্র নয়; এটি থিয়ানচিন চিকিৎসা বিদ্যালয়ের ক্লিনিক্যাল কলেজ এবং নানকাই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হাসপাতালও।

তৃতীয় কেন্দ্রীয় হাসপাতাল কৃত্রিম কোষ প্রকৌশল প্রযুক্তির একটি গবেষণা কেন্দ্র। এছাড়া থিয়ানচিন পৌরসভার জন্য এটি একটি ভেন্টিলেটর থেরাপির গবেষণা কেন্দ্র, ক্লিনিকাল পুষ্টি কেন্দ্র, স্ট্রোক পরীক্ষা এবং প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র, আবাসিক চিকিৎসকদের জন্য জাতীয় মান-সংক্রান্ত প্রশিক্ষণ কেন্দ্র, ক্লিনিকাল অনুশীলন দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন অনুমোদিত কার্ডিওভাসকুলার জরুরি প্রশিক্ষণ কেন্দ্র।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn