বাংলা

দেহঘড়ি পর্ব-০২৭

CMGPublished: 2023-07-16 15:34:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে ট্যাডিশনাল চাইনিজ মেডিসিন বা টিসিএম নিয়ে আলোচনা ‘ঐতিহ্যবাহী চিকিৎসাধারা’, চীনের হাসপাতাল-পরিচিতি ‘চিকিৎসার খোঁজ’ এবং টিসিএম ভেষজের উপকারিতা নিয়ে আলোচনা ‘ভেষজের গুণ’।

#ঐতিহ্যবাহী_ চিকিৎসাধারা

থাইরয়েড রোগের চিকিৎসায় টিসিএম

থাইরয়েড রোগ এমন একটি রোগ যা থাইরয়েড গ্রন্থির কার্যকারিতাকে প্রভাবিত করে। গলার দিকে অবস্থিত থাইরয়েড গ্রন্থিটি থাইরয়েড হরমোন তৈরি করে, যা রক্তের মাধ্যমে অন্য অনেক অঙ্গকে নিয়ন্ত্রণে সাহায্য করে। এই হরমোনগুলো সাধারণত শরীরে শক্তির ব্যবহার এবং শিশুর বিকাশ ব্যবস্থাপনায় কাজ করে।

থাইরয়েড রোগের পাঁচটি প্রকার রয়েছে, যার প্রত্যেকটির নিজস্ব উপসর্গ থাকে। একজন ব্যক্তির একই সময়ে এক বা একাধিক প্রকার থাইরয়েড রোগ থাকতে পারে। পাঁচটি ধরন হলো: হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোনের স্বল্পতা, হাইপারথাইরয়েডিজম বা অতিরিক্ত থাইরয়েড হরমোন নিঃসরণ, থাইরয়েড গ্রন্থির গঠনগত অস্বাভাবিকতা, যা সাধারণত গলগন্ড হিসাবে প্রকাশিত হয়, টিউমার, এবং কোনও ক্লিনিকাল লক্ষণ ছাড়া অস্বাভাবিক থাইরয়েড ফাংশন।

হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে পাশ্চাত্য ওষুধে সাধারণত থাইরয়েড হরমোন প্রতিস্থাপন ওষুধের উপর নির্ভর করা হয়। তবে অন্যান্য অনেক রোগের মতো থাইরয়েড রোগের ক্ষেত্রেও ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা ব্যবস্থা বা টিসিএমে প্রত্যেক রোগীর নির্দিষ্ট লক্ষণগুলোর ভিত্তিতে চিকিৎসা দেওয়া হয়। এ কারণে এ চিকিৎসায় অনেকগুলো অনুশীলন অন্তর্ভুক্ত থাকতে পারে।

আপনার যদি থাইরয়েড ব্যাধি থাকে এবং আপনি আপনার সামগ্রিক চিকিৎসা পরিকল্পনায় টিসিএম অন্তর্ভুক্ত করতে চান, তবে নিশ্চিত করুন যে, আপনার টিসিএম চিকিৎসক যেসব বিকল্প ব্যবস্থার সুপারিশ করেছেন আপনার প্রাথমিক চিকিত্সক যেন সে সম্পর্কে অবগত থাকেন। তাহলে তারা সম্ভাব্য পার্শ্ব-প্রতিক্রিয়া থেকে আপনাকে রক্ষা করতে পারবেন।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn