বাংলা

দেহঘড়ি পর্ব-০২১

CMGPublished: 2023-06-04 16:11:15
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কুই ফি থাং (Gui Pi Tang): সাধারণত হার্ট ও প্লীহার ঘাটতি দূর করতে এটি ব্যবহৃত হয়।

বু চুং ই ছি স্যুপ (Bu Zhong Yi Qi soup): প্রধানত ‘ছি’কে শক্তিশালী করতে এ ফরমুলেশন ব্যবহৃত হয়। যেহেতু ছি ও রক্ত একই উত্স থেকে আসে, তাই এই সূত্রটি ‘ছি’কে শক্তিশালী করার মাধ্যমে আসলে রক্তকে পুষ্ট করে।

সি উয়ু থাং (Si Wu Tang): এ ফরমুলেশন ব্যবহৃত হয় মূলত রক্তের পুষ্টি বাড়াতে।

বা চান স্যুপ (Ba Zhen soup): ‘ছি’কে শক্তিশালী করতে এবং রক্তকে পুষ্ট করতে এটি ব্যবহৃত হয়।

উয়ু চি বাই ফেং ওয়ান (Wu Ji Bai Feng Wan): ‘ছি’ ও রক্তকে পুষ্ট করতে, ঋতুস্রাব নিয়ন্ত্রণ করতে, সুস্থতার উন্নতি করতে এবং প্রসব-পরবর্তী পুনরুদ্ধারে ব্যবহৃত হয় এ ফরমুলেশন।

শাং ইয়ু থাং (Sheng Yu Tang): লিভার ও হার্টের ঘাটতি দূর করতে ব্যবহৃত হয় এ ভেষজ।

#চিকিৎসার_খোঁজ

হারবিন হারবিন মেডিকেল ইউনিভার্সিটি’র ক্যান্সার হাসপাতাল

হারবিন মেডিকেল ইউনিভার্সিটি’র ক্যান্সার হাসপাতাল এ চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তৃতীয় হাসপাতাল। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ হাসপাতালটি হেইলুংচিয়াং প্রদেশের শীর্ষ বিশেষায়িত হাসপাতাল, যেটি ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা এবং ক্যান্সার-বিষয়ক শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় নিবেদিত। গোটা দেশের মধ্যেও এটি সবচেয়ে বড় এবং সবচেয়ে বিস্তৃত পরিসরে সেবা প্রদানকারী টিউমার ও ক্যান্সার চিকিৎসা-কেন্দ্র।

প্রায় আড়াই লাখ বর্গমিটার এলাকার ওপর প্রতিষ্ঠিত সাড়ে ৩ হাজার শয্যাবিশিষ্ট এ চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে প্রতি বছর ৭ লাখ রোগীকে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে ১ লাখ ৩০ হাজার রোগীকে ভর্তি করে সেবা দেওয়া। এছাড়া এখানে বছরে শল্যচিকিৎসা দেওয়া হয় ৩৬ হাজার রোগীকে।

এ ক্যান্সার হাসপাতাল হারবিন মেডিকেল ইউনিভার্সিটির তৃতীয় হাসপাতাল নামেও পরিচিত। এখানে রয়েছে ৫০টি ক্লিনিকাল বিভাগ, ১৫টি চিকিৎসা প্রযুক্তি বিভাগ, ১২টি শিক্ষা ও গবেষণা বিভাগ এবং ৬টি গবেষণা প্রতিষ্ঠান। এ হাসপাতালে কর্মরত ২ হাজার ৫৩৬ জন কর্মী, যাদের মধ্যে ১ জন বিদেশি স্কলার, ১জন জাতীয় মিলিয়ন ট্যালেন্ট প্রকল্পে নির্বাচিত স্কলার, ১জন জাতীয় দশ হাজার প্রতিভা কর্মসূচির শীর্ষস্থানীয় তরুণ প্রতিভা, ৫জন রাষ্ট্রীয় পরিষদের ভাতাপ্রাপ্ত বিশেষজ্ঞ, ৩জন প্রাদেশিক সরকারের ভাতাপ্রাপ্ত বিশেষজ্ঞ, ৮৫জন ডক্টরাল সুপারভাইজার এবং ২৬৫জন স্নাতকোত্তর সুপারভাইজার।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn