বাংলা

দেহঘড়ি পর্ব-০২১

CMGPublished: 2023-06-04 16:11:15
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

টিসিএম তত্ত্বে মনে করা হয়, রক্ত তৈরি হয় প্লীহায়, সঞ্চিত হয় যকৃতে এবং নিয়ন্ত্রিত হয় হৃদযন্ত্র দিয়ে। রক্তের একেক ধরনের ঘাটতি একেক অঙ্গ ব্যবস্থাকে প্রভাবিত করে। যেমন হৃদযন্ত্রে রক্তের ঘাটতির কারণে অস্থিরতা তৈরি হয়, মনোযোগে অসুবিধা হয়, স্মৃতিশক্তিতে সমস্যা হয় এবং হৃদস্পন্দন দ্রুত হয়; প্লীহায় রক্তের ঘাটতির কারণে ওজন কমে যায় এবং ক্ষুধামন্দা ও মানসিক অবসাদ দেখা দেয় আর লিভারের রক্তের ঘাটতির ফলে বিরক্তির ভাব জাগে, শরীরে শুষ্কভাব আসে, নখ অতিরিক্ত ভঙ্গুর হয়ে যায় এবং খিঁচুনি দেখা দেয়।

রক্তস্বল্পতার টিসিএম চিকিৎসা আসলে আকুপাংচার, ভেষজ ও পুষ্টি গ্রহণের একটা সংমিশ্রণ, যা দেহে রক্ত উৎপাদন এবং পরিবহন প্রক্রিয়াকে শক্তিশালী করতে সাহায্য করে এবং এর মধ্য দিয়ে মাথা ঘোরা, ক্লান্তিবোধ, মাথাব্যথা ও অনিয়মিত হৃদস্পন্দনের মতো উপসর্গগুলো দূর হয়। রক্তস্বল্পতা দূর করতে যে আকুপাংচার চিকিত্সা দেওয়া হয়, তার লক্ষ্য থাকে যকৃত, পাকস্থলী ও প্লীহার ‘ছি’কে শক্তিশালী করা।

রক্তস্বল্পতার টিসিএম চিকিৎসায় বেশ কিছু ভেষজ ও অন্যান্য উপাদান ব্যবহার করা হয়। এগুলোর মধ্যে অন্তর্ভূক্ত তাং কুই বা ফিমেল জিংসেং, লিউ চিয়াও চিয়াও বা হরিণের শিংয়ের আঠা, হুয়াং ছি বা অ্যাসট্রাগুলাস, তাং শেং বা রেড সেইজ, চি সুয়ে থাং বা মিলেটিয়া শেকড়, ই চিয়াও বা গাধার চামড়ার আঠা, দু চুং বা ইউকোমিয়া গাছ, হা শৌ উয়ু বা ফ্যালোপিয়া মাল্টিফ্লোরা গাছ, সু দুয়ান বা হিমালয় টিসেল গাছের মূল, এবং হান লিয়ান ছাও বা একলিপ্টা। এসব উপাদান ব্যবহার করে রক্তস্বল্পতার চিকিৎসায় যে ফরমুলেশনগুলো তৈরি করা হয়, সেগুলো জানিয়ে দিচ্ছি এখন।

দাং কুই বু সুয়ে স্যুপ (Dang Gui Bu Xue soup): এ ফরমুলেশনে তাং কুই ও হুয়াং ছি ব্যবহৃত হয়। গবেষণায় দেখা গেছে, এই ফরমুলেশন হেমাটোপয়েসিসকে উন্নত করে এবং রোগপ্রতিরোধ প্রতিক্রিয়া দ্রুত করে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn