বাংলা

দেহঘড়ি পর্ব-০২১

CMGPublished: 2023-06-04 16:11:15
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীন-রাশিয়া মেডিকেল ইউনিভার্সিটি অ্যালায়েন্সের উপর ভিত্তি করে, এ হাসপাতালটি দু’দেশের যৌথ চিকিৎসা গবেষণাকে শক্তিশালী করেছে। এ চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসের এমডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টার, পিটসবার্গ ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিন, হার্ভার্ড ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিন এবং সিয়াটলের সুইডিশ মেডিকেল সেন্টারের টিউমার ইনস্টিটিউটের সঙ্গে।

#ভেষজের গুণ

গরীবের জিনসেং কোডোনোপসিস শিকড়

কোডোনোপসিস গাছের শিকড়ে রয়েছে নানা স্বাস্থ্যগত উপকারিতা। এটি দেহের রোগপ্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করে, স্মৃতিশক্তি বাড়ায় এবং অ্যাডাপটোজেন হিসাবে কাজ করে। অ্যাডাপটোজেনের কাজ হলো মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা এবং মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করা। কোডোনোপসিস বেলফুল পরিবারের সদস্য। ভেষজ ওষুধের মধ্যে সবচেয়ে সাধারণ অ্যাডাপ্টোজেন হলো জিনসেং ও কোডোনোপসিস শিকড়। এ কারণে কোডোনোপসিস শিকড়কে অনেকে গরীবের জিনসেং বলে বিবেচনা করে।

অনেকে বিশ্বাস করে, এই ঔষধি শরীরের প্রদাহ কমাতে পারে। কয়েকটি গবেষণায় দেখা গেছে, ইমিউন সিস্টেম-কোষে প্রদাহ হলে কোডোনোপসিস দ্রুত প্রতিক্রিয়া দেখায় এবং প্রদাহ উপশমে সাহায্য করে। এই শিকড়ের আরেকটি উপকারিতা হলো জিঙ্কো বিলোবার সংমিশ্রণে এটা গ্রহণ করলে এটি স্মৃতিশক্তি বাড়ায় এবং কোনও কিছু শেখার প্রক্রিয়া দ্রুত করে। কোনও কোনও গবেষণায় দেখা গেছে, জিংকো ও কোডোনোপসিস একসাথে গ্রহণ করলে স্মৃতিশক্তি তীক্ষ্ণ করার ক্ষেত্রে এর কার্যকারিতা প্লাসিবোর চেয়ে বেশি হয়।

ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াইয়ে শরীরকে সমর্থন করা এবং ডায়াবেটিসের জটিলতা কমানোর ক্ষেত্রে কোডোনোপসিস দীর্ঘকাল ধরে ব্যবহৃত অন্যতম প্রধান চীনা ভেষজ। এছাড়া এ ভেষজটি পুরো শরীরে শক্তি জোগাতে কাজ করে এবং এর বেশিরভাগ কাজ হয় ফুসফুস ও প্লীহাকে কেন্দ্র করে। হাঁপানি উপশমেও কোডোনোপসিসকে উপকারী বলে মনে করা হয়। কোনও কোনও গবেষণায় দেখা গেছে, কোডোনোপসিস শিকড় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করতে পারে। এছাড়া এ ভেষজ মানসিক চাপের বিভিন্ন উপসর্গ যেমন পেশী টান, ক্লান্তি, মাথাব্যথা ও উচ্চ রক্তচাপ উপশমে সহায়তা করে, ক্ষুধামন্দা দূর করে এবং প্লীহার কার্যকারিতা বাড়ায়।

‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনা

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn