বাংলা

দেহঘড়ি পর্ব-০২০

CMGPublished: 2023-05-28 13:05:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

#ভেষজের গুণ

সাদা পিওনির শিকড়

পিওনি বিখ্যাত এর রঙিন পাপড়ির জন্য। বাগানের সৌন্দর্য বৃদ্ধি কিংবা বিয়ের সাজসজ্জার জন্যও জনপ্রিয় এ ফুল। কিন্ত আপনি কি জানেন, এই ফুল গাছের শিকড়ে রয়েছে অসাধারন ঔষধি গুণ এবং স্বাস্থ্যগত উপকারিতা। ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা ব্যবস্থায় রক্ত সঞ্চালন, শক্তি বৃদ্ধি ও মেজাজে ভারসাম্য বজায় রাখার দাওয়াই হিসাবে ব্যবহৃত হয় পিওনি ফুল গাছের মূল, চীনা ভাষায় যাকে বলা হয় বাই শাও।

উদ্বেগ ও বিষণ্নতা কমাতে এই ভেষজটি বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। এটি মস্তিষ্কে সেরোটোনিন পুনঃগ্রহণকে বাধা প্রদানের মাধ্যমে উদ্বেগ ও বিষণ্নতা কমায়। এছাড়া পিওনি শিকড়ের সাপ্লিমেন্টেশনের নিয়মিত ব্যবহার মানসিক স্থিতিশীলতা বাড়ায়, উত্তেজনা থেকে মুক্তি দেয় এবং আরামের অনুভূতি আনে।

‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।

首页上一页...2345 5

Share this story on

Messenger Pinterest LinkedIn