দেহঘড়ি পর্ব-০২০
বাডলিয়া ফুলের কুঁড়ি বা মি মাংহুয়া: এ ভেষজ আলোর প্রতি সংবেদনশীলতা বাড়ায়।
গবেষণায় দেখা গেছে, দীর্ঘস্থায়ী চোখের চিকিত্সার জন্য যেসব রোগী টিসিএম ব্যবহার করেছেন, তারা ওষুধ ও কর্টিকালস্টেরয়েড ড্রপের উপর তাদের নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছেন। এছাড়া চোখের রোগের চিকিৎসার জন্য চাইনিজ হার্বাল থেরাপি নিতে শুরু করেছেন, এমন রোগীরা এটাও আবিষ্কার করেছেন যে, আপাতদৃষ্টিতে সম্পর্কহীন স্বাস্থ্য সমস্যা যেমন একজিমা, হাঁপানি ও গ্যাস্ট্রিকের সমস্যাও কমেছে এ চিকিৎসার কারণে।
#চিকিৎসার_খোঁজ
তালিয়ান চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের প্রথম অধিভুক্ত হাসপাতাল
তালিয়ান চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের প্রথম অধিভুক্ত হাসপাতাল ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয়; চীনের উত্তরাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের রাজধানী তালিয়ানে। গত ৮ দশকেরও বেশি সময়ে চিকিৎসাসেবা, চিকিৎসা-শিক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণার মধ্য দিয়ে জাতীয়ভাবে একটি অত্যাধুনিক শীর্ষস্থানীয় হাসপাতালে পরিণত হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই চিকিৎসাসেবা প্রতিষ্ঠান।
এক লাখ ৮২ হাজার বর্গমিটার স্থানজুড়ে মোট ৩টি ক্যাম্পাস নিয়ে গঠিত প্রথম অধিভুক্ত হাসপাতাল, যার শয্যাসংখ্যা ৩ হাজার ৭শ। এর বহির্বিভাগে প্রতি বছর ২০ লাখেরও বেশি রোগীকে চিকিৎসা দেওয়া হয় আর ভর্তি করা হয় ৯০ হাজারেরও বেশি রোগী, যাদের মধ্যে ৩০ হাজারের সার্জারির প্রয়োজন হয়। সাম্প্রতিক বছরগুলোতে এটি অন্যতম শক্তিশালী এবং বিশ্বস্ত চিকিৎসা গবেষণা-ভিত্তিক প্রতিষ্ঠানেও পরিণত হয়েছে।
হাসপাতালটি ৮টি বিভিন্ন স্তরে ১৮টি একাডেমিক বিষয়ে ক্লিনিকাল শিক্ষাদানে নিযুক্ত রয়েছে। এখানে রয়েছে ২৩টি শিক্ষা ও গবেষণা বিভাগ, ৩৯টি তৃতীয় স্তরের শাখা, ৮২টি ক্লিনিকাল বিভাগ, ১৩টি পরীক্ষা বিভাগ, ২৫টি প্রশাসনিক বিভাগ এবং ২৫টি শিক্ষাকেন্দ্র। এ হাসপাতালে পরিচালিত হয় সমন্বিত চীনা ও পশ্চিমা মেডিসিন এবং ক্লিনিক্যাল মেডিসিন – এ দুটি প্রথম-স্তরের ডক্টরাল প্রোগ্রাম। প্রথম অধিভুক্ত হাসপাতাল লিয়াওনিং প্রদেশে সমন্বিত চীনা ও পশ্চিমা মেডিসিনের মূল পরীক্ষাগার।