বাংলা

দেহঘড়ি পর্ব-০১৭

CMGPublished: 2023-05-07 17:12:12
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এটি সুবিদিত যে, বিভিন্ন ভেষজের সংমিশ্রণে তৈরি একটি টিসিএম ফরমুলেশন একক ভেষজের ফরমুলেশনের চেয়ে বেশি কার্যকর। খাই-সিন-সানের এর মতো অসংখ্য টিসিএম ভেষজ ফরমুলেশন রয়েছে, যা সাধারণত বিষণ্নতার চিকিত্সার জন্য ব্যবহৃত হয়। ভেষজ ফরমুলেশন ও ডোজ উপসর্গের ভিত্তিতে একেক রোগীর জন্য একেক রকম হয়।

#চিকিৎসার_খোঁজ

গ্লোবাল ডক্টর ক্লিনিক

গ্লোবাল ডক্টর ক্লিনিক চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে কার্যক্রম পরিচালনাকারী একটি হাসপাতাল চেইন। এ দেশগুলোর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসকদের সমন্বয়ে গঠিত জোট ‘গ্লোবাল ডক্টরস অ্যালায়েন্স’ এ হাসপাতালগুলো চালায়। জোটের লক্ষ্য সংশ্লিষ্ট দেশগুলোর রোগীদের নির্বিঘ্ন ও মানসম্পন্ন চিকিৎসাসেবা প্রদান করা। এখনও পর্যন্ত এ জোটের মালিকানায় চলছে ১৫টি হাসপাতালের একটি নেটওয়ার্ক। চীনে এ নেটওয়ার্কের কার্যক্রম শুরু হয় ১৯৯৯ সালে এবং হাসপাতালগুলোর ৬টিই চীনের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত হয়েছে। স্থানগুলো হলো নানচিং প্রদেশের পশ্চিম নানচিং, কুয়াংতুং প্রদেশের তুংকুয়ান, সিচুয়ান প্রদেশের ছেংতু, ছংছিং নগরীর হিলটন বিজনেস টাওয়ার, নানচিং প্রদেশের চিয়ানইয়ে জেলা এবং সি’য়ানের চিনইয়ে জেলা।

শহরের কেন্দ্রস্থলে অবস্থিত জোটের প্রতিটি হাসপাতাল শিশু ও প্রাপ্তবয়স্কদের পরিসম্পূর্ণ স্বাস্থ্যসেবা প্রদান করে৷ এখানে সুস্থতার পাশাপাশি রোগীদের আরামের প্রতিও সমান গুরুত্ব দেওয়া হয়। উন্নত চিকিৎসা ও রোগ-নির্ণয় সুবিধা ও সরঞ্জামসমৃদ্ধ এসব হাসপাতালে কাজ করেন অভিজ্ঞ বহুভাষিক চিকিৎসক ও অন্যন্য চিকিৎসাকর্মীরা। এ জোটের গ্লোবাল একাডেমি অব ইমার্জেন্সি মেডিসিন আন্তর্জাতিক মান ও সার্টিফিকেশনসহ পেশাদার স্বাস্থ্যসেবা এবং বিশ্বমানের প্রাক-হাসপাতাল চিকিৎসা সহায়তা প্রশিক্ষণ এবং শিক্ষাসেবা দেয়।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn