বাংলা

দেহঘড়ি পর্ব-০১১

CMGPublished: 2023-03-26 18:26:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

#চিকিৎসার_খোঁজ

সিয়ান চিয়াওথুং বিশ্ববিদ্যালয়ের প্রথম অধিভুক্ত হাসপাতাল

সিয়ান চিয়াওথুং বিশ্ববিদ্যালয়ের প্রথম অধিভুক্ত হাসপাতাল চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানসি প্রদেশের রাজধানী সিয়ানে অবস্থিত একটি জেনারেল হাসপাতাল। এটি চীনের সর্বোচ্চ স্তরের হাসপাতালগুলোর একটি। পাশাপাশি এটি চীনের শীর্ষ ‘একশত অনুকরণীয় হাসপাতাল’র একটি। জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত এ হাসপাতালের আগের নাম ছিল সিয়ান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম অধিভুক্ত হাসপাতাল।

১৯৫৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এ হাসপাতালটি চিকিৎসা, চিকিৎসা-শিক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে। বর্তমানে ২ হাজার ৪৯৭ শয্যার এ হাসপাতালটি উত্তর-পশ্চিম চীনে চিকিৎসা প্রযুক্তি, চিকিৎসার গুণমান এবং চিকিৎসা সেবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে এবং রোগীদের মধ্যে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। এখানে রয়েছে একদল অতিদক্ষ চিকিৎসাকর্মী, যাদের মধ্যে ৫২৬ জন জ্যেষ্ঠ পেশাদার হিসাবে স্বীকৃত। এ হাসপাতালের বিস্তৃত স্পেশালিটির মধ্যে ইউরোলজি ও চর্মরোগবিদ্যা বিভাগ জাতীয়-পর্যায়ের গুরুত্বপূর্ণ স্পেশালিটি হিসাবে স্বীকৃতি পেয়েছে।

প্রতিবছর বিপুল সংখ্যক রোগীকে সেবা দেয় এ হাসপাতাল। ২০১৪ সালের হিসাবে দেখা যায়, ওই বছর ২ কোটি ১২ লাখ রোগী এ হাসপাতাল থেকে চিকিৎসা নেন, যাদের মধ্যে ১০ লাখ ৩ হাজার রোগী ভর্তি হয়ে চিকিৎসা নেন এবং ৩২ হাজার শল্যচিকিৎসা নেন। লিভার প্রতিস্থাপন, কিডনি প্রতিস্থাপন, হেমাটোপয়েটিক স্টেম সেল প্রতিস্থাপন, করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং, ইত্যাদি ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় উচ্চ মানের চিকিৎসা-সেবা দেয় এ চিকিৎসাসেবা প্রতিষ্ঠান। এটি ক্যান্সার, কার্ডিওভাসকুলার ও সেরিব্রোভাসকুলার রোগ এবং বিপাকীয় রোগের মতো জটিল রোগ নিরাময়ে চিকিৎসা ও শল্যচিকিৎসা প্রদান করে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn