দেহঘড়ি পর্ব-০১১
টাইফয়েড নিরাময়ে টিসিএম
ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা ব্যবস্থা বা টিসিএমে মনে করা হয়, টাইফয়েড জ্বর হলো দূষিত খাবার ও পানিতে থাকা ঠান্ডা, উষ্ণ ও স্যাঁতসেঁতে রোগজীবাণু দ্বারা প্লীহা, পাকস্থলী ও বৃহদান্ত্রের সংক্রমণ। এ সংক্রমণের কারণে এসব অঙ্গের মূল শক্তি বা ‘ছি’য়ে ভারসাম্যহীনতা দেখা দেয়। টিসিএম চিকিৎসার লক্ষ্য হলো অঙ্গগুলোর মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনা।
টিসিএম চিকিত্সক ব্র্যান্ডন ইয়েউ’র মতে, টিসিএম ভেষজ ওষুধ, আকুপাংচার, কাপিং, গুয়াশা, মক্সিবাস্টন এবং চীনা ম্যানুয়াল থেরাপি থুইনার মাধ্যমে টাইফয়েড নিরাময় সম্ভব। তবে একজন রোগীর জন্য কোন পদ্ধতিটি উপযুক্ত হবে, সেটা নির্ধারণের জন্য একজন বিশেষজ্ঞ চিকিত্সকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।
ভেষজ ওষুধ
এবার আমরা তুলে ধরবো টাইফয়েড জ্বর নিরাময়ে কার্যকর কিছু টিসিএম ভেষজ ফরমুলেশন। এগুলো বেশিরভাগই উপসর্গ-ভিত্তিক চিকিৎসা। যেমন জ্বর, মাথাব্যথা, পেশী ব্যথা, ঠাণ্ডা লাগা, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা ও পেট ফাঁপার ক্ষেত্রে টিসিএম চিকিৎসকরা যেসব ফরমুলেশন ব্যবহারের সুপারিশ করেন সেগুলো হলো সিয়ে হুয়াং সান, ফাং ফেং থুং শেং সান, সান হুয়াং সিয়ে সিন থাং, কা কান ছিন লিয়ান থাং এবং সিয়াং লিয়ান ওয়ান। এসব উপসর্গের পাশাপাশি যখন ক্লান্তি, ক্ষুধামন্দা এবং ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, তখন সুপারিশ করা হয় বান সিয়া সিয়ে সিন থাং, ফাং ফেং থুং শেং সান, লিয়ান ফু ইয়িন, হুও সিয়াং চাং ছি সান, লিয়াং ফু ওয়ান এবং মু সিয়াং পিং ল্যাং ওয়ান।
আকুপ্রেসার
টাইফয়েড নিরাময়ের একটি ভাল উপায় আকুপ্রেসার। এটি একটি সহজ স্ব-সহায়ক প্রতিকার, যা আপনি ঘরে বসেই করতে পারেন নির্দিষ্ট আকুপয়েন্টে আঙ্গুল বা ম্যাসাজ স্টিকের সাহায্যে। ব্যথা বা কোমলতার সহনীয় সংবেদন জাগিয়ে তুলতে উপযুক্ত পরিমাণে চাপ প্রয়োগ করুন। একই সাথে ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে বৃত্তাকারভাবে ২০ বার ম্যাসাজ করুন। প্রতি আকুপয়েন্টে কমপক্ষে ৩ মিনিট ধরে এমনভাবে ম্যাসাজ করুন।