দেহঘড়ি পর্ব-০০৮
শাংহাই রেনাই হাসপাতালে রয়েছে ২০টির বেশি ক্লিনিক্যাল বিভাগ, যেগুলোর মধ্যে অন্যতম প্লাস্টিক ও কসমেটিক সার্জারি বিভাগ, চর্মরোগ বিভাগ, দন্তরোগ বিভাগ, স্ত্রীরোগ বিভাগ, মেডিকেল চেকআপ বিভাগ, টিসিএম থেরাপি বিভাগ, শিশু ক্লিনিক বিভাগ, অর্থোপেডিক বিভাগ, অভ্যন্তরীণ ওষুধ বিভাগ, ইউরোলজি বিভাগ, সাধারণ সার্জারি বিভাগ, চক্ষুবিদ্যা বিভাগ, নাক-কান-গলা বিভাগ এবং আন্তর্জাতিক বিভাগ।
শাংহাই রেনাই হাসপাতালটি প্রতিষ্ঠা করেছে বোএআই মেডিকেল গ্রুপ। বোআই মেডিকেল গ্রুপ বেসরকারি খাতে চীনের সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা প্রুপ। চীনের মূল ভূখণ্ডজুড়ে ২৬টি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান রয়েছে এ গ্রুপের মালিকানাধীন। শাংহাই রেনাই হাসপাতালটি পূর্ব চীনের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। সব ধরনের আয়ের মানুষের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি করেছে এই হাসপাতাল।
শাংহাই রেনাই হাসপাতালের অন্যতম শাখা এর আন্তর্জাতিক চিকিৎসা কেন্দ্র, যেটির অবস্থান মূল ক্যাম্পাসের অদূরে। সাধারণ রোগীদের পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক বিমা কোম্পানির স্বাস্থ্যবিমার আওতায় থাকা ব্যক্তিদের বিলিং সুবিধার মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় এখানে। কর্তৃপক্ষ বলছে, প্রতিযোগিতামূলক মূল্যে এখানে পশ্চিমা ধাঁচের ও ধারার চিকিৎসা দেওয়া হয়।
তারা বলছেন, একটি আন্তর্জাতিক চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে আপনি যা পাবেন, তার সবই পাবেন এখানে। এখানে সাধারণত রোগীদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। আর এখানে যে চিকিৎসকরা কাজ করেন, তাদের সঙ্গে রোগী বা তাদের স্বজনদের ভালো কথপোকথনে সাহায্যের জন্য এখানে রয়েছে ইংরেজিতে অতি দক্ষ কর্মীদল।
হেলথ টিপস
এটা সর্বজনবিদিত যে, চীনা জীবনযাপন পদ্ধতি অত্যন্ত স্বাস্থ্যকর। আপনি যদি চীনাদের মতো একটি সুস্থ জীবন যাপন করতে চান তাহলে মেনে চলতে পারেন তাদের জীবনযাপন পদ্ধতি-সম্পর্কিত পরামর্শ।