দেহঘড়ি পর্ব-০০৪
কার্ডিওভাসকুলার সার্জারি, প্লাস্টিক সার্জারি, অর্থোপেডিকস, গাইনোকোলজি ও প্রসূতিবিদ্যা, গ্যাস্ট্রোএন্টারোলজি, এন্ডোক্রাইনোলজি ও থোরাসিক সার্জারিসহ ২৫টি বিভাগকে জাতীয়ভাবে মূল ক্লিনিকাল বিভাগ বলে বিবেচনা করা হয়।
চীনের খ্যাতিমান চিকিৎসকদের একটি কেন্দ্র হয়ে উঠেছে উহান ইউনিয়ন হাসপাতাল। এখানে কর্মরত সব মিলিয়ে ৭ হাজার ৭১৮ জন, যাদের মধ্যে ৬ হাজার ৮৫৯ জন চিকিৎসা পেশাজীবী, ৭২৩ জন জ্যেষ্ঠ চিকিৎসা পেশাজীবী এবং ৮৬ জন কর্মচারী। এখানকার পেশাজীবীদের মধ্যে রয়েছেন বিভিন্ন প্রদেশ-স্তরের প্রতিভা অন্বেষণ কর্মসূচীর ৭৩জন বিজয়ী, ২ জন প্রদেশ-স্তরের বিখ্যাত শিক্ষক এবং আরও অনেক পুরস্কার ও খেতাব জয়ী চিকিৎসক।
এই হাসপাতালে রয়েছে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি। প্রতি বছর এখান থেকে সেবা গ্রহণ করে প্রায় ৬৭ লাখ রোগী। এদের মধ্যে প্রায় ৩ লাখ রোগী ভর্তি হয়ে সেবা নেয় এবং প্রায় ১ লাখ ২০ হাজার রোগীর এখানে অস্ত্রপচার হয়।
হেলথ টিপস
এটা সর্বজনবিদিত যে, চীনা জীবনযাপন পদ্ধতি অত্যন্ত স্বাস্থ্যকর। আপনি যদি চীনাদের মতো একটি সুস্থ জীবন যাপন করতে চান তাহলে মেনে চলতে পারেন তাদের জীবনযাপন পদ্ধতি-সম্পর্কিত পরামর্শ।
ঋতু-উপযোগী খাবার খান
ঋতুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন আমাদের স্বাস্থ্যের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ এই পৃথিবীর জন্যও। আমাদের দেহ যে সব উৎস থেকে অত্যাবশ্যকীয় শক্তি ও পুষ্টি গ্রহণ তার মধ্যে অন্যতম হলো এই পৃথিবী, বিশেষ করে এখানে উৎপন্ন যেসব খাবার আমরা খাই সেগুলো। এ কারণে সুস্বাস্থ্যের জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য।
আমাদের শরীরে অত্যাবশ্যকীয় শক্তি যাতে বাড়ে, সেজন্য চীনা জীবনযাপন পদ্ধতিতে ঋতুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ খাবার খাওয়ার প্রতি গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ যেখানে, যে মৌসুমে, যে খাবার পাওয়া যায় সেটা খাওয়া উচিৎ। তাই আপনি বিশ্বের কোথায় আছেন এবং কোন ঋতুতে আছেন, তার উপর নির্ভর করে খাবার তালিকাগুলো পরিবর্তন করে নিতে হবে।