দেহঘড়ি পর্ব-০০১
রাজধানী বেইজিংয়ে অবস্থিত ৩০১ হাসপাতাল প্রশাসনিকভাবে কেন্দ্রীয় সামরিক কমিশনের জয়েন্ট লজিস্টিক সাপোর্ট ফোর্সের অধিভুক্ত। হাসপাতালটি হাইনানে আটটি প্রধান চিকিৎসা কেন্দ্র এবং একটি শাখা নিয়ে গঠিত।
এ হাসপাতালের সঙ্গে সংযুক্ত চিকিৎসাশিক্ষা প্রতিষ্ঠান পিএলএ মেডিকেল স্কুল। এখানে রয়েছে ২১টি ক্লিনিক্যাল মেডিসিন বিভাগ, ৮টি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ বিভাগ, ৩টি সামরিকভাবে অতিগুরুত্বপূর্ণ বিভাগ, ৫টি জাতীয় ক্লিনিক্যাল ওষুধ গবেষণা কেন্দ্র, কিডনি রোগের স্টেট ল্যাবরেটরিসহ ৭টি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ পরীক্ষা প্ল্যাটফর্ম, প্রাদেশিক পর্যায়ে ৪৬টি গুরুত্বপূর্ণ গবেষণাগার এবং গণমুক্তি ফৌজের ৬১টি চিকিৎসা গবেষণা ইনস্টিটিউট ও বিশেষায়িত কেন্দ্র।
পিএলএ মেডিকেল স্কুলের ৫টি প্রথম স্তরের বিভাগ এবং ২০টি মাধ্যমিক স্তরের বিভাগ ৪৭টি বিষয়ে ডক্টরেট ডিগ্রির দেওয়ার জন্য অনুমোদনপ্রাপ্ত। এছাড়া ৭টি প্রথম স্তরের বিভাগ এবং ২৩টি মাধ্যমিক স্তরের বিভাগ ৫০টি বিষয়ে মাস্টার ডিগ্রি দেওয়ার জন্য অনুমোদিত।
দেশের সেরা চিকিৎসা বিজ্ঞানী ও গবেষকরা পিএলএ হাসপাতালে কাজ করেন এবং এখান থেকে তৈরি হচ্ছে বিপুল সংখ্যক সামনের সারির চিকিৎসক ও অসামান্য পেশাদার। এ হাসপাতালটি ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতি পুরস্কারের’ ৯টি প্রথম পুরস্কার এবং ৩২টি দ্বিতীয় পুরস্কার, ‘রাষ্ট্রীয় প্রযুক্তিগত উদ্ভাবন পুরস্কারের’ ২টি দ্বিতীয় পুরস্কার, ‘সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতি পুরস্কারের’ ৩৭টি প্রথম পুরস্কার এবং ‘সামরিক চিকিৎসা ক্ষেত্রে অর্জনের’ ২৪টি প্রথম পুরস্কার অর্জন করেছে। এটি ‘আন্তর্জাতিক শিশু-বান্ধব মডেল হাসপাতাল’ এবং ‘ন্যাশনাল পাবলিক ট্রাস্ট মডেল হাসপাতাল’ নামেও খ্যাতি অর্জন করেছে।
হেলথ টিপস
এটা সর্বজনবিদিত যে, চীনা জীবনযাপন পদ্ধতি অত্যন্ত স্বাস্থ্যকর। আপনি যদি চীনাদের মতো একটি সুস্থ জীবন যাপন করতে চান তাহলে মেনে চলতে পারেন তাদের জীবনযাপন পদ্ধতি-সম্পর্কিত পরামর্শ।