দেহঘড়ি পর্ব-৭২
‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, ‘আপনার ডাক্তার’ এবং রোগের লক্ষণ নিয়ে আলোচনা ‘উপসর্গে উপলব্ধি’।
#প্রতিবেদন
মৃগীরোগের চিকিৎসায় কিটোজেনিক ডায়েট
মৃগীরোগের চিকিৎসায় নতুন আশার আলো নিয়ে এসেছে কিটোজেনিক ডায়েট। এটি হলো কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিবর্তে প্রোটিন ও ফ্যাট জাতীয় খাবারে গুরুত্ব দেওয়া।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু নিউরোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারে কিটোজেনিক ডায়েট নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা।
শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোপেন কুমার বলেন, সারা বিশ্বে প্রায় পাঁচ কোটি মানুষ মৃগী রোগে আক্রান্ত। বাংলাদেশে এই সংখ্যা প্রায় ২০ লাখ। শিশুদের মধ্যে মৃগী রোগীর হার বড়দের তুলনায় বেশি দেখা যায়।
তিনি বলেন, ৭০ থেকে ৮০ শতাংশ মৃগীরোগ বিভিন্ন ওষুধের মাধ্যমে সহজে নিরাময়যোগ্য। কিন্তু ২০ থেকে ৩০ শতাংশ মৃগী রোগ আছে যা শুধুমাত্র ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ যোগ্য নয়, যাকে বলা হয় অনিয়ন্ত্রিত মৃগীরোগ।
ডা. গোপেন বলেন, কিটোজেনিক ডায়েট এই ধরনের অনিয়ন্ত্রিত মৃগীরোগের ক্ষেত্রে একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি। এটি কম শর্করা এবং উচ্চমাত্রার চর্বির সমন্বয়ে একটি খাবার পদ্ধতি। এই খাবার পদ্ধতি মৃগীরোগের চিকিৎসার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। - অভি/রহমান
#বুলেটিন
সারা দেশে বুস্টার ডোজ সপ্তাহ ৪-১০ জুন
করোনার সংক্রমণ ঠেকাতে আগামী ৪ থেকে ১০ জুন থেকে বাংলাদেশের সব জেলায় টিকার বুস্টার ডোজ সপ্তাহ পালন করা হবে। এই সময়ে ১৮ বছর ও তার উপরে সব বয়সীরা বুস্টার ডোজ নিতে পারবেন।
সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।