দেহঘড়ি পর্ব-৭২
মাঙ্কিপক্স ভাইরাসের ইনকিউবেশন পিরিওড অর্থাৎ সংক্রমণ থেকে উপসর্গ দেখা দেওয়া পর্যন্ত সময় ৫ থেকে ২১ দিন। র্যাশ দেখা দেওয়ার ১ থেকে ২ দিন আগে থেকে যতক্ষণ না পর্যন্ত সমস্ত খোসা ঝড়ে পড়ে যায়, ততক্ষণ পর্যন্ত এটি ছড়াতে পারে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলছে, ত্বকের ওই র্যাশগুলোতে ভাইরাসের ঘনত্ব খুবই বেশি থাকে। আর এই ভাইরাস খুবই স্থিতিশীল কারণ এর ডিএনএ হলো ‘ডাবল স্ট্র্যান্ডেড’।
উপাত্তে দেখা যায়, এ পর্যন্ত যেসব পুরুষের মাঝে এই রোগ শনাক্ত হয়েছে তারমধ্যে সিংহভাগই সমকামী, যদিও এই রোগকে এখনও সমকামীদের রোগ হিসেবে আখ্যায়িত করছে না বিশেষজ্ঞরা।
চিকিৎসা
এখনও পর্যন্ত মাঙ্কিপক্সের কোনও পরীক্ষিত চিকিৎসা নেই। তবে গুটিবসন্তের টিকা এই রোগের বিরুদ্ধে ৮৫ শতাংশ কার্যকর বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরামর্শ দিচ্ছে সাপোর্টিং চিকিৎসার, যেটা উপসর্গ অনুযায়ী করা হয়। কেউ আক্রান্ত হয়েছে জানামাত্রা তাকে আইসোলেশনে রাখতে হবে। ত্বকে যে র্যাশ হয়, তার জন্য সাধারণ অ্যান্টিসেপ্টিক দেওয়া হয়, সেই সঙ্গে ড্রেসিং করা হয়। মুখে ঘা হলে তার জন্য উষ্ণ গরম জলে গার্গেল করা প্রয়োজন। - রহমান
‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।