বাংলা

দেহঘড়ি পর্ব-৭০

CMGPublished: 2022-05-20 20:44:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দীর্ঘদিনের ব্যথা

দৃশ্যত কোনও কারণ ছাড়া যদি আপনি দীর্ঘদিন ধরে শরীরের কোনও জায়গায় ব্যথায় ভোগেন এবং সেটা সারাতে ওষুধ কাজ না করলে তাড়াতাড়ি চিকিৎসকের কাছে যেতে হবে। শরীরের কোন জায়গায় ব্যথা করছে তার ওপর নির্ভর করে কোন ধরনের ক্যান্সারের পূর্বলক্ষণ সেটা।

ত্বকে পরিবর্তন

অনেকেই ত্বকের ক্যান্সারের ব্যাপারে সচেতন নন। ত্বকে অস্বাভাবিক পরিবর্তনই এমন ক্যান্সার শনাক্ত করার সহজ উপায়। তাই ত্বকে অতিরিক্ত তিল বা ফ্রিকেল অথবা আঁচিল দেখা দিলে সতর্ক হোন। যদি এগুলোর রং ও আকারে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়, তবে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হোন। ত্বক লালচে হয়ে যাওয়া, ফস্কুড়ি পড়া এবং রক্তক্ষরণও অন্যান্য ক্যান্সারের উপসর্গ।

অকারণ রক্তক্ষরণ

যদি কাশির সময় রক্তক্ষরণ হয়, তবে এটা ক্যান্সারের বড় উপসর্গ। এছাড়া নারীর জননাঙ্গ বা মলদ্বার থেকে রক্তক্ষরণসহ এ ধরনের অন্যান্য অস্বাভাবিকতাও ক্যান্সারের লক্ষণ।

দীর্ঘস্থায়ী কাঁশি

আপনি যদি দেখেন যে ওষুধ সেবনের পরও কাশি সারছেই না, তবে কাশির চেয়েও এটা বেশি কিছু হতে পারে। আর এই কাশির কারণে যদি আপনার বুক, পিঠ বা কাঁধে ব্যথা করে, তবে চিকিৎসকের পরামর্শ নিন।

মল-মূত্র ত্যাগের অভ্যাসে পরিবর্তন

যদি মল বা মূত্র ত্যাগের জন্য ঘন ঘন শৌচাগারে যেতে হয়, তবে সতর্কতা অবলম্বনের প্রয়োজন আছে। বারেবারে ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যও মলাশয়ের ক্যান্সারের লক্ষণ। মূত্রত্যাগের সময় অন্ত্রে ব্যথা বা রক্তক্ষরণ মূত্রথলির ক্যান্সারের উপসর্গ।

খাবার গ্রহণে সমস্যা

কেউ যদি নিয়মিত বদহজমে ভোগেন, তবে পেট, কণ্ঠনালী বা গলার ক্যান্সারের আশংকা করতে হবে। এসব উপসর্গকে সাধারণত বেশি গুরুত্ব দিয়ে দেখা হয় না। তবে এটা বিপদের আলামত হতে পারে।

অনেক ক্যান্সারের ক্ষেত্রে একেবারের চূড়ান্ত স্তরের না পৌঁছানো পর্যন্ত তেমন উপসর্গ দেখা দেয় না। তাই শরীরের যে কোনও অসুস্থতাতেই গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা নিতে হবে। বিশেষ করে বয়স ৩০-৪০ বছর পেরিয়ে গেলে অবশ্যই প্রতিবছর স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। - রহমান

‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।

首页上一页...2345 5

Share this story on

Messenger Pinterest LinkedIn