বাংলা

দেহঘড়ি পর্ব-৭০

CMGPublished: 2022-05-20 20:44:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

#বুলেটিন

আরও চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে বাংলাদেশে

স্বাস্থ্য সেবায় বাংলাদেশকে এগিয়ে নিতে নতুন করে আরও চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব চূড়ান্ত হয়ে বর্তমানে একনেকে আছে।

সম্প্রতি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে অনেক মেডিকেল কলেজ হাসপাতাল হয়েছে। শেখ হাসিনা বার্নসহ নতুন বার্ন ইনস্টিটিউট হয়েছে। তবে এসব প্রতিষ্ঠানে আরও জনবল প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

অ্যান্টিবায়োটিকের মোড়কে থাকবে লাল চিহ্ন

অ্যান্টিবায়োটিক চিহ্নিতকরণ সহজ করতে ওষুধের মোড়ক বদলানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সব অ্যান্টিবায়োটিক ওষুধের মোড়কে ও লেভেলে লাল চিহ্ন ব্যবহার করা হবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিটিউক্যাল ইন্ডাস্ট্রিজ এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অধিদপ্তর জানায়, জরিপ চালিয়ে দেখা গেছে দেশের ৬৭ ভাগের বেশি ফার্মেসি অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার সম্পর্কে জানে না। তাই অ্যান্টিবায়োটিক চিহ্নিতকরণ সহজ করতে মোড়ক বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সব উপজেলায় নির্মিত হবে ভিশন সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী

চক্ষু চিকিৎসায় বাংলাদেশ অনেক অগ্রগতি অর্জন করেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশের প্রতিটি উপজেলায় চক্ষু সেবাদানে বিশেষ নজর দেওয়া হয়েছে। বর্তমানে দেশের ১০০টি উপজেলায় ভিশন সেন্টার আছে। পর্যায়ক্রমে সব উপজেলায় ভিশন সেন্টার নির্মাণ করা হবে।

বুধবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে চোখের অনেক অপারেশন এখনও দেশে করানো সম্ভব হয় না। তাই এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn