দেহঘড়ি পর্ব-৭০
৮ ধরনের ওষুধের নিবন্ধন বাতিল
মানুষ ও পশুচিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন প্রতিষ্ঠানের আট ধরনের ওষুধের নিবন্ধন বাতিল করেছে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর। এখন থেকে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো এসব ওষুধ উৎপাদনে যেতে পারবে না। তবে কী কারণে এসব ওষুধের নিবন্ধন বাতিল করা হয়েছে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে নিবন্ধন বাতিলের তথ্য জানিয়েছে অধিদপ্তর। এতে বলা হয়েছে, ড্রাগ কন্ট্রোল কমিটির এক সভায় এই ওষুধগুলোর নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাতিল হওয়া ওষুধের মধ্যে মানুষের চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলো হলো র্যাবেপ্রাজল সোডিয়াম ইন্টেরিক কোটেড পেলেটস, ৮.৫% ডব্লিউ/ডব্লিউ পিএইচ গ্রেড ২৩৫. ২৯৪ মিলিগ্রাম, ব্রমেলেইন ৫০ এমজি + টি ১ মিলি গ্রাম ট্যাবলেট ব্রমেলেইন ইউএসপি ৫০ মিলি গ্রাম + ট্রিপসিন বিপি ১ মিলিগ্রাম, অ্যাস্টাক্সান্থিন আইএনএন ২ মিলিগ্রাম এবং অ্যাস্টাক্সান্থিন আইএনএন ৪ মিলিগ্রাম। - অভি/রহমান
## আপনার ডাক্তার
দেহঘড়ির আজকের পর্বে আমরা কথা বলেছি ব্রণ নিয়ে। ব্রণ বা অ্যাকনি ভালগারিস মানব ত্বকের একটি দীর্ঘমেয়াদী রোগ যা মূলত লালচে ত্বক, ফুসকুড়ি, তৈলাক্ত ত্বক, ক্ষতচিহ্ন ইত্যাদি দেখে চিহ্নিত করা যায়। ২০১০ সালে বিশ্বব্যাপী ৬৫ কোটি মানুষের ৮ম সাধারণ রোগ হিসেবে এটি নির্ণীত হয়। ব্রণ সাধারণত মুখ, বুকের উপর অংশ ও পিঠে হয়। ভীতি, দুশ্চিন্তা ও বিষণ্ণতা উদ্রেকের পাশাপাশি, এটির প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া হলো আত্মবিশ্বাস কমে যাওয়া। ব্রণের ফলে অতিরিক্ত পর্যায়ে মানসিক অবসাদ সৃষ্টি হতে পারে।
ব্রণের কারণ, প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দেশের খ্যাতিমান চর্মরোগ বিশেষজ্ঞ ডা. জাকিয়া মাহফুজা হাসান। তিনি ঢাকার উত্তরা স্কিন কেয়ার ও লেসার’র স্বত্বাধিকারী।