দেহঘড়ি পর্ব-৭০
‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, সাক্ষাৎকার-ভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ এবং রোগের লক্ষণ নিয়ে আলোচনা ‘উপসর্গে উপলব্ধি’।
#প্রতিবেদন
‘উচ্চ রক্তচাপ মোকাবিলায় জোর দিতে হবে প্রতিরোধ ব্যবস্থায়’
বাংলাদেশে উচ্চ রক্তচাপে ভুগছেন প্রতি ৫ জন প্রাপ্তবয়স্ক মানুষের একজন। এ কারণে বিভিন্ন অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে। এ বিষয়ে গণসচেতনতা তৈরি এবং ওষুধ ও চিকিৎসা সেবা সহজলভ্য করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ - এনসিডিসি প্রোগ্রাম।
সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক সভায় এ কথা জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে এনসিডি কর্নার রয়েছে যেখানে উচ্চ রক্তচাপে আক্রান্তরা সেবা পাচ্ছেন বিনামূল্যে। পর্যায়ক্রমে সারাদেশে এই এনসিডি কর্নারের সংখ্যা ২০০তে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিন জানান, প্রতিনিয়তই উচ্চ রক্তচাপের প্রকোপ বাড়ছে। এই সংকট মোকাবিলায় স্বাস্থ্য খাতসহ সরকারের অন্যান্য প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, গণমাধ্যম সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
রোবেদ আমিন বলেন, উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ও অন্যান্য অসংক্রামক রোগের ঝুঁকি প্রতিরোধে স্বাস্থ্যসম্মত জীবন-যাপন, যেমন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করা, ট্রান্স ফ্যাটযুক্ত খাবার এড়িয়ে চলা, তামাক ও মদ্যপান পরিহার করা, অতিরিক্ত ওজন কমানো এবং নিয়মিত ব্যায়াম ও শারীরিকভাবে সক্রিয় থাকার বিষয়ে গণসচেতনতা তৈরি অত্যন্ত জরুরি।
বিশেষজ্ঞরা বলেন, শুধু হাসপাতাল বানিয়ে উচ্চ রক্তচাপের মত অসংক্রামক রোগের প্রকোপ থেকে জাতিকে রক্ষা করা যাবে না। এজন্য জোর দিতে হবে প্রতিরোধ ব্যবস্থার ওপর। - অভি/রহমান