বাংলা

দেহঘড়ি পর্ব-৭০

CMGPublished: 2022-05-20 20:44:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

#উপসর্গে_উপলব্ধি

সতর্ক হোন, এগুলো ক্যান্সারের লক্ষণ

ক্যান্সার অন্যতম মরণব্যাধি। ২০২০ সালে সারাবিশ্বে এ রোগে প্রায় ১ কোটি মানুষ প্রাণ হারায়। ওই বছর বিশ্বে যত লোকের মৃত্যু হয় তার প্রতি ৬ জনের ১ জনই মারা যায় ক্যান্সারে। ক্যান্সার শরীরে একবার বাসা বাঁধলে জীবন নিয়ে সংশয় তৈরি হয়। তবে প্রাথমিক পর্যায়েই যদি এই রোগ শনাক্ত করা যায়, তবে জীবন বাঁচানো সম্ভব হয়। তাই শরীরে কোনও অসুস্থতা দেখা দিলে, বিশেষত উদ্বেগজনক কোনো উপসর্গ বোঝা গেলে, দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আজ আমরা আলোচনা করবো এমন কতগুলো উপসর্গ নিয়ে, যেগুলো ক্যান্সারের প্রাকলক্ষণ হতে পারে।

হঠাৎ ওজন হ্রাস

কোনও কারণ ছাড়া হঠাৎ করে যদি আপনি দ্রুতগতিতে ওজন হারাতে থাকেন, তবে উদ্বেগের কারণ আছে। অনেক ক্যান্সারই সাধারণত হুট করে ওজন কমিয়ে ফেলে। তাই শরীরের ওজনের দিকে খেয়াল রাখতে হবে সবসময়।

দীর্ঘস্থায়ী ক্লান্তি

আপনি যদি লম্বা সময় ধরে ক্লান্তিবোধ করেন অথবা অবসাদে ভোগেন তবে সেটা ক্যান্সারসহ নানা রোগের কারণ হতে পারে। মলাশয়ের ক্যান্সার বা রক্তের ক্যান্সার হলে সাধারণত এমন উপসর্গ দেখা যায়। তাই, আপনি যদি স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি ক্লান্তিবোধ করেন অথবা দীর্ঘসময় ধরে ক্লান্ত থাকেন, তাহলে দেরি না করে চিকিৎসকের কাছে যান।

অস্বাভাবিক মাংসপিণ্ড

শরীরের কোনও অংশে যদি অস্বাভাবিক কোনো মাংসপিণ্ড বা মাংস জমাট বাঁধা দেখতে পান, তবে এটা এমন কিছুরই লক্ষণ, যা আপনার কাছে অনাকাঙ্ক্ষিত। এমনকি আপনার শরীরে কোনও পরিবর্তন স্বাভাবিক মনে হলেও পর্যবেক্ষণ করুন। এরপর দ্রুত চিকিৎসককে জানান।

ঘন ঘন জ্বর

শরীরে ক্যান্সার বাসা বাঁধলে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। এতে, বিশেষ করে, রক্তের ক্যান্সারের ক্ষেত্রে ঘন ঘন জ্বর দেখা দেয় শরীরে। তবে কোনও কোনও ক্যান্সারের একেবারে শেষ পর্যায়েরই উপসর্গ এমন ঘন ঘন জ্বর। তাই ঘন ঘন জ্বর হলে একদম দেরি করা যাবে না চিকিৎসকের পরামর্শ নিতে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn