বাংলা

দেহঘড়ি পর্ব-৬২

CMGPublished: 2022-03-25 17:30:11
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

স্ট্রোক কি কেবল বয়স্কদের সমস্যা?

বয়স স্ট্রোকের একটি উল্লেখযোগ্য ঝুঁকির ফ্যাক্টর। ৫৫ বছর বয়সের পর প্রতি ১০ বছরে স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ হয়। তবে যে কোনও বয়সে স্ট্রোক হতে পারে। পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে যত রোগী স্ট্রোকের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিল, তাদের ৩৪ শতাংশের বয়স ছিল ৬৫ বছরের কম। আরেক পর্যালোচনায় দেখা যায়, ইস্কেমিক স্ট্রোকে যারা আক্রান্ত হয়, তাদের প্রায় ১৫ শতাংশই তরুণ ও কিশোর-কিশোরী। গবেষকরা উল্লেখ করেন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতা, লিপিড ডিসঅর্ডার এবং তামাক ব্যবহারসহ স্ট্রোকের ঝুঁকির ফ্যাক্টরগুলো এই কিশোর ও তরুণ-তরুণীদের মধ্যে বিদ্যমান ছিল। - রহমান

‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।

首页上一页...3456 6

Share this story on

Messenger Pinterest LinkedIn