দেহঘড়ি পর্ব-৬২
ডেন্টালে সাড়ে ৬শ নতুন পদ, শিগগিরই নিয়োগ
বাংলাদেশে ডেন্টাল চিকিৎসকের সংকট রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেন্টাল চিকিৎসকদের জন্য ৬৫০টি নতুন পদ তৈরি করা হয়েছে। শিগগিরই নিয়োগ কার্যক্রম শুরু হবে। এছাড়াও রাজশাহী ও চট্টগ্রামে দুটি ডেন্টাল ইউনিটকে ডেন্টাল কলেজে উন্নীত করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, তামাক ও পান-সুপারির কারণে দাঁতে নানা রোগ হয়, ক্যান্সার হয়। মুখ ও গলার ক্যান্সার তামাকের কারণে হয়ে থাকে। এ ক্ষেত্রে ডেন্টাল চিকিৎসকরা ভূমিকা রাখতে পারেন। - অভি/রহমান
## আপনার ডাক্তার
এ পর্বে আজ আমরা আলোচনা করেছি যক্ষা রোগ নিয়ে। বাংলাদেশে যক্ষ্মা এখনও একটি বড় স্বাস্থ্য সমস্যা। ‘যক্ষ্মা হলে রক্ষা নাই’- এমন কথা সমাজে প্রচলিত ছিল এক সময়। যক্ষ্মার জন্য কার্যকর কোনো ওষুধ ছিল না সে সময়। তাই যক্ষ্মা হলে মৃত্যু ছিল অনিবার্য । বিশ্বে প্রতিবছর প্রায় ৯৬ লাখ মানুষ সক্রিয় যক্ষ্মা রোগে আক্রান্ত হয়; যাদের মধ্যে ১৫ লাখই মারা যায়। বাংলাদেশে প্রতিবছর গড়ে ৩ লাখ মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয় এবং এর মধ্যে ৭০ হাজার রোগী মারা যায়।
মাইকোব্যাকটেরিয়াল টিউবারকিউলোসিস নামক একধরনের ব্যাকটেরিয়ার কারণে যক্ষ্মা হয়। এটি সংক্রামক ও দীর্ঘস্থায়ী রোগ এবং যে কেউ, যে কোনও বয়সে এ রোগে আক্রান্ত হতে পারে। তবে যক্ষ্মা রোগীর কাছাকাছি থাকে এমন ব্যক্তি, যেমন পরিবারের সদস্য, চিকিৎসক, নার্স বা সেবাদানকারীর আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।
পরিবেশ দূষণ, ধূমপান, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, মাদকাসক্তি, বার্ধক্য, অপুষ্টি ইত্যাদি যক্ষ্মার ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয়। যাদের রোগ প্রতিরোধের ক্ষমতা কম, যেমন এইডস রোগী, দীর্ঘ মেয়াদে স্টেরয়েড বা ইমিউনোথেরাপি ওষুধসেবীরাও যক্ষ্মার ঝুঁকিতে থাকে। শতকরা ৮৫ ভাগ যক্ষাই ফুসফুসে হয়। তবে যক্ষ্মা হয় না, শরীরে এরকম অঙ্গ খুব কমই আছে। ফুসফুসের আবরণী, লসিকাগ্রন্থি, যকৃত, মস্তিষ্ক ও এর আবরণী, অন্ত্র, হাড় এমনকি ত্বকেও হতে পারে যক্ষ্মা। যক্ষা রোগের নানা দিক নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হন ডাক্তার একেএম ফাহমিদ নোমান। তিনি কর্মরত ২৫০-শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালে, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসাবে। সাক্ষাৎকার নিয়েছেন হাবিবুর রহমান অভি।