দেহঘড়ি পর্ব-৬১
বৈদ্যুতিক লাইন কি ক্যান্সার সৃষ্টি করে?
বৈদ্যুতিক লাইনের কারণে ক্যান্সার হয় - এটাও অতি প্রচলিত ভুল ধারণা। বৈদ্যুতিক লাইন থেকে উত্পন্ন অত্যন্ত কম ফ্রিকোয়েন্সি বা ইএলএফ’র চৌম্বক ক্ষেত্রগুলো অ-আয়নাইজিং এবং তাই সেটা ক্যান্সার সৃষ্টি করে না। আমেরিকান ক্যান্সার সোসাইটি এক নিবন্ধে লিখেছে, "বেশ কয়েকটি বড় গবেষণায় ইঁদুরের উপর ইএলএফ’র চৌম্বকীয় ক্ষেত্রের সম্ভাব্য প্রভাবগুলো পরীক্ষা করা হয়েছে। সাধারণত বাড়িতে থাকলে চৌম্বক ক্ষেত্রের যতটা সংস্পর্শে আসতে হয়, গবেষণাগুলোতে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের কাছে রাখা হয় ইঁদুরগুলোক। ফলাফলে দেখা যায়, ইঁদুরগুলোর ক্যান্সারের ঝুঁকি বাড়েনি। ইএলএফ বিকিরণের সংস্পর্শে থাকা প্রাণীগুলোর মধ্যে কয়েক ধরনের ক্যান্সারের ঝুঁকি আসলে কম ছিল।"
তবে, ক্যান্সার সোসাইটি এটাও জানিয়েছে যে, কিছু গবেষণায় বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা শিশুদের লিউকেমিয়ার ঝুঁকি খানিকটা বেশি দেখা গেছে। যদিও এর কারণ স্পষ্ট নয়।
যুক্তরাজ্যের বিখ্যাত হেমাটোলজিস্ট এবং ইস্ট সাসেক্স হেলথকেয়ার ট্রাস্টের প্যাথলজি বিশেষজ্ঞ ডাক্তার জোয়েল নিউম্যান বলেন, "আমাদের কাছে কোনও বাস্তব প্রমাণ নেই যে, সেলফোন বা বৈদ্যুতিক লাইন ক্যান্সার সৃষ্টি করে। তবে ধূমপান ও অ্যালকোহল পানসহ এমন অনেক কিছু আমরা নিয়মিত করি যা আমাদেরকে অনেক বেশি ক্যান্সারের ঝুঁকিতে ফেলে।" - রহমান
‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।