দেহঘড়ি পর্ব-৬১
সামগ্রিকভাবে, ক্যান্সারে মৃত্যুর হার ধীরে ধীরে কমছে, যদিও কিছু ক্যান্সারে বেঁচে থাকার হার অন্যদের তুলনায় বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যান্সার পরিস্থিতি নিয়ে ২০২০ সালে প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত ক্যান্সারে মৃত্যুর হার গড়ে প্রতি বছর ১ দশমিক ৫ শতাংশ হারে কমেছে।
ক্যান্সার কি সংক্রামক?
কারও কারও মধ্যে এই ভুল ধারণা রয়েছে যে, ক্যান্সার একটি সংক্রামক রোগ। বাস্তবতা হলো ক্যান্সার একদম ছোঁয়াচে নয়; ক্যান্সারে আক্রান্ত কেউ এটি অন্যদের মধ্যে ছড়াতে পারে না। তবে এটা ঠিক হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) এবং হেপাটাইটিস বি ও সি-সহ কিছু যৌনবাহিত রোগ জরায়ু ও লিভারে ক্যান্সার সৃষ্টি করতে পারে। এক্ষেত্রে একটি সংক্রামক এজেন্ট ক্যান্সার সৃষ্টি করে, তবে ক্যান্সার নিজেই সংক্রামক নয়।
সেলফোন কি ক্যান্সারের কারণ?
সেল ফোন ক্যান্সার সৃষ্টি করে আজ পর্যন্ত এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। এ নিয়ে ভুল ধারণার একটি কারণ হলো এই ডিভাইসগুলো রেডিওফ্রিকোয়েন্সি বিকিরণ করে, যা অ-আয়নাইজিং বিকিরণের একটি রূপ। শরীর এই বিকিরণ শোষণ করে। বিজ্ঞানীরা জানেন, এক্স-রের মতো আয়নাইজিং রেডিয়েশনের সংস্পর্শে এলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তবে রেডিওফ্রিকোয়েন্সি বিকিরণ একটি নন-আয়নাইজিং বিকিরণ, যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় না। যুক্তরাষ্ট্রের জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট এক নিবন্ধে বলেছে, “যদিও অনেক গবেষণায় রাডার, মাইক্রোওয়েভ ওভেন, সেলফোন ও অন্যান্য উৎস থেকে নন-আয়নাইজিং বিকিরণের সম্ভাব্য স্বাস্থ্যগত প্রভাবগুলো পরীক্ষা করা হয়েছে, তবে বর্তমানে এমন কোনও সঙ্গতিপূর্ণ প্রমাণ নেই যে, নন-আয়নাইজিং বিকিরণ মানুষের মধ্যে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।"